দিল্লি, 29 সেপ্টেম্বর : ভারতে 828 জন ব্যক্তি রয়েছেন যাঁদের কমপক্ষে এক হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে । এই 828 জন ধনী ব্যক্তিদের সম্মিলিত সম্পত্তির মিলিত আর্থিক পরিমাণ 823 বিলিয়ন মার্কিন ডলার । এটি ভারতের মোট GDP-র এক-তৃতীয়াংশ এবং পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভুটানের সম্মিলিত GDP-র চেয়ে বেশি ।
আজ IIFL ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2020 প্রকাশিত হয়েছে । এই রিপোর্টেই উঠে এসেছে এই তথ্যগুলি । 2020 সালের 31 অগাস্ট পর্যন্ত সম্পত্তির হিসেবের উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি হয়েছে।
ভারতের ধনীতম সম্পর্কিত রিপোর্টে তৈরি আরও কিছু আকর্ষণীয় বিষয় একনজরে
ভারতে কেউ প্রতি ঘণ্টায় 90 কোটি টাকা আয় করছেন?
মুকেশ আম্বানি । টানা নয় বছর ভারতের ধনীতম ব্যক্তি রয়েছেন তিনি । মার্চ মাসে লকডাউন চালু হওয়ার পর থেকে 31 অগাস্ট পর্যন্ত হিসেব অনুযায়ী মোট 6 লাখ 58 হাজার 400 কোটি টাকা আয় করতে আম্বানি প্রতি ঘণ্টায় 90 কোটি টাকা আয় করেছেন । তালিকার পরবর্তী পাঁচ জনের মিলিত সম্পত্তির থেকেও বেশি সম্পত্তি রয়েছে আম্বানির । মুকেশ আম্বানি পরে তালিকায় রয়েছেন, হিন্দুজা ব্রাদার্স (1.44 লাখ কোটির সম্পত্তি), শিব নাদার ও পরিবার (1.44 লাখ কোটির সম্পত্তি), গৌতম আদানি ও পরিবার (1.40 লাখ কোটির সম্পত্তি) এবং আজিম প্রেমজি (1.14 লাখ কোটির সম্পত্তি) সেরা পাঁচের তালিকায় ।
সেরা দশের তালিকায় নতুন কে এলেন ?
65 বছর বয়সি রাধাকিশন দামানি । শীর্ষস্থানীয় ধনীদের 2020 সালের তালিকায় একমাত্র নতুন নাম তিনি । মোট সম্পত্তি 87 হাজার 200 কোটি টাকার । অ্যাভিনিউ সুপারমার্ট সংস্থার কর্ণধার তিনি । 2017 সালে IPO হওয়ার পর থেকে অ্যাভিনিউ সুপারমার্টসের শেয়ারের দাম 250 শতাংশেরও বেশি বেড়েছে । এর ফলে ধনীদের তালিকায় দামানি 23 টি স্থান উপরে উঠে এসেছে ।