শ্রীহরিকোটা, 7 নভেম্বর : আর্থ অবজ়ারভেশন স্যাটেলাইট (EOS-01) সফলভাবে উৎক্ষেপণ করল ISRO । শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি আজ দুপুর 3 টে 12 মিনিটে উৎক্ষেপণ করা হয় ।
EOS-01 স্যাটেলাইটটি কৃষি, অরণ্য ও বিপর্যয় মোকাবিলার মতো ক্ষেত্রগুলিতে ব্যাপক সাহায্য় করবে বলে জানিয়েছে ISRO । PSLVC49 স্যাটেলাইট লঞ্চার ব্যবহার করে EOS-01-এর উৎক্ষেপণ করা হয় । স্যাটেলাইটটি লঞ্চার থেকে আলাদা হওয়ার পর তার নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করে ।