পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

EOS-01 স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ISRO-র - কে সিভান

PSLVC49 স্যাটেলাইট লঞ্চার ব্যবহার করে EOS-01 উৎক্ষেপণ করা হয় । স্যাটেলাইটটি লঞ্চার থেকে আলাদা হওয়ার পর তার নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করে ।

EOS-01 স্যাটেলাইট
EOS-01 স্যাটেলাইট

By

Published : Nov 7, 2020, 4:16 PM IST

শ্রীহরিকোটা, 7 নভেম্বর : আর্থ অবজ়ারভেশন স্যাটেলাইট (EOS-01) সফলভাবে উৎক্ষেপণ করল ISRO । শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি আজ দুপুর 3 টে 12 মিনিটে উৎক্ষেপণ করা হয় ।

EOS-01 স্যাটেলাইটটি কৃষি, অরণ্য ও বিপর্যয় মোকাবিলার মতো ক্ষেত্রগুলিতে ব্যাপক সাহায্য় করবে বলে জানিয়েছে ISRO । PSLVC49 স্যাটেলাইট লঞ্চার ব্যবহার করে EOS-01-এর উৎক্ষেপণ করা হয় । স্যাটেলাইটটি লঞ্চার থেকে আলাদা হওয়ার পর তার নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করে ।

ISRO-র প্রধান কে সিভান জানিয়েছেন, "প্যানডেমিকের সময়েও যাবতীয় কোরোনা গাইডলাইন মেনে কাজ করেছে ISRO । কাজের মানের সঙ্গে কোনও আপোস করা হয়নি । এই পরিস্থিতিতেও ISRO-র সকল কর্মী এইভাবে কাজ করে যাচ্ছেন, দেখে সত্যিই আনন্দ হচ্ছে ।"

তিনি আরও বলেন, "এই মিশনটি ISRO-র কাছে বিশেষ এবং বাকি পাঁচটার থেকে অনেকটা আলাদা । মহাকাশ নিয়ে কাজে ওয়ার্ক ফ্রম হোম নেই । প্রত্যেক ইঞ্জিনিয়রকে ল্যাবরেটরিতে বসে কাজ করতে হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details