বেঙ্গালুরু, 8 সেপ্টেম্বর : আরও বড়মাপে চন্দ্রাভিযানের প্রস্তুতি শুরু করে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO । জাপানের মহাকাশ গবেষণা সংস্থা JAXA-র সঙ্গে এই বিষয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছে ISRO । একটি বিজ্ঞপ্তি জারি করে ISRO জানিয়েছে, ISRO ও JAXA-র বিজ্ঞানীরা যৌথ অভিযানের মাধ্যমে চাঁদের দক্ষিণমেরুতে গবেষণা করার বিষয়টি নিয়ে কথাবার্তা বলছে ।" এই অভিযানের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করা হবে । পাশাপাশি চন্দ্রপৃষ্ঠে গবেষণাগার তৈরির পরিকল্পনাও রয়েছে এই অভিযানে । 2024-এ এই অভিযান করার কথা । অবশ্য এই অভিযানের আগে 2022 সালে মহাকাশে মানুষ পাঠাবে ISRO ।
ভারত-জাপান যৌথ চন্দ্রাভিযানের পরিকল্পনা প্রথম প্রকাশ্যে আসে 2017 সালে । এরপর 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপান সফরে গেলে সে দেশের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এই চন্দ্রাভিযানের বিষয়ে আলোচনা করেছিলেন ।