পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেডসংখ্যা 10 হাজার 100, দেশের বৃহত্তম কোভিড সেন্টার খুলছে বেঙ্গালুরুতে - করোনা সংক্রমণ রোগ বৃহত্তম কোভিড কেয়ার সেন্টার

বেঙ্গালুরুতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনার সংক্রমণ । কোরোনা রোগীদের চিকিৎসার জন্য এবার 10 হাজারেরও বেশি বেডসংখ্যা যুক্ত কোভিড সেন্টার খুলতে চলেছে বেঙ্গালুরু প্রশাসন ।

Indias largest COVID care center with 10 100 beds in Bengaluru
Indias largest COVID care center with 10 100 beds in Bengaluru

By

Published : Jul 13, 2020, 11:14 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 13 জুলাই : কোরোনা মোকাবিলায় কোভিড সেন্টার খুলতে চলেছে বেঙ্গালুরুর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে । 10 হাজার 100টি বেড সম্বলিত এই কোভিড সেন্টারটিই দেশের সবথেকে বড় কোভিড সেন্টার ।

আজ এই সেন্টার পরিদর্শন করেন কর্নাটকের ইয়েদুরেপ্পা-সহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা । কয়েকদিন আগে এই সেন্টার নিয়ে তিনি জানান, হয়তো আরও কয়েকমাস কোরোনা থাকবে । এর মোকাবিলা করা প্রয়োজন । দরকার সতর্ক থাকার । সেই কারণে এই সেন্টার তৈরি হয়েছে । এখানে 10 হাজার 100 টি বেডের মধ্যে 100টি ICU বেড থাকছে ।

বেঙ্গালুরু প্রশাসনের তরফে জানানো হয়েছে, IAS আধিকারিকদের একটি দল এই কোভিড কেয়ার সেন্টার গঠন ও পরিদর্শনের কাজে নিযুক্ত রয়েছে । ইতিমধ্যে কেন্দ্র থেকে একটি দল এই সেন্টার পরিদর্শন করে গেছে । রাজ্যে কোরোনা রুখতে এমন ব্যবস্থাপনায় তারা যথেষ্ট প্রশংসা করেছে ।

চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থার পাশাপাশি এই কেয়ার সেন্টারে আসা রোগীদের জন্য পাখা, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজ়িনসহ বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা করা হয়েছে । রোগীদের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখার জন্য রান্না করা খাবার পরিবেশন করা হবে । তৈরি হয়েছে একটি বড় রান্নাঘরও ।

ABOUT THE AUTHOR

...view details