দিল্লি, 25 সেপ্টেম্বর : 2024 সালের মধ্যে 5 ট্রিলিয়ন ডলার অর্থনীতির মাইলস্টোন পার করার স্বপ্ন থমকে যেতে পারে । কোরোনার কারণে উদ্ভূত লকডাউনে পরিযায়ী শ্রমিকরা যেভাবে বিভিন্ন জায়গা থেকে বাড়িতে ফিরে গেছেন, তার কারণে ব্যাহত হতে পারে 5 ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন । নগরোন্নন মন্ত্রকের সংসদীয় প্যানেল আজ এমনই জানাল ।
কমিটির তরফে বলা হয়েছে, “যে হারে মানুষ কাজ হারিয়েছে, তাতে ব্যাহত হতে পারে এই স্বপ্ন । 2024 সালে থেকেও বেশি সময় লাগতে পারে এই পরিস্থিতিতে ।” কমিটি আরও জানিয়েছে, সরকারের প্রতিক্রিয়া ও কৌশল উভয়ই এই পরিস্থিতিতে জোরদার করা উচিত।
কমিটি অবশ্য এই পরিস্থিতিতে মন্ত্রকের চারটি পরিকল্পনার জন্য প্রশংসাও করেছে । শহরাঞ্চলে সামগ্রিক পরিচ্ছন্নতার জন্য বড় অঙ্কের বিনিয়োগের সঙ্গে আরও পাঁচ বছরের জন্য SWM(U)- এর মেয়াদ বাড়ানোর জন্য প্রশংসা করেছে মন্ত্রকের । 2024 সালের মধ্যে দেশের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনাগুলি যথেষ্ট কার্যকর ভূমিকা নেবে বলে আশা করছে কমিটি ।
কমিটির সুপারিশ অনুযায়ী, মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে সুবিধা করার জন্য গ্রস প্রভিসনে 57 হাজার 786 কোটি টাকা ও নেট প্রভিসনে 50 হাজার 39 কোটি টাকা কমিয়ে আনার কথা বলা হয়েছে । BJP সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বাধীন এই কমিটির তরফে বলা হয়েছে PMAY (U), SCM, SBM (U) ও DAY-NULM প্রকল্পগুলির মাধ্যমে ত্রিস্তরীয় পরিকল্পনার মাধ্যমে দারিদ্র , আবাসন ও পরিচ্ছন্নতার দিকে বেশি নজর দেওয়ার কথা বলা হয়েছে । এইগুলির মাধ্যমেই 2024 সালের মধ্যে 5 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে যেতে পারবে ভারত । এমনই মনে করছে নগরোন্নন মন্ত্রকের সংসদীয় প্যানেল ।