দিল্লি, 18 জুন : দেশের গ্রামাঞ্চলগুলিতে ও প্রত্যন্ত এলাকাগুলিতে কোরোনার সংক্রমণ মোকাবিলায় এবার আরও বেশি তৎপর হল কেন্দ্র । সোয়াবের নমুনা পরীক্ষার জন্য তৈরি হল ভ্রাম্যমাণ ল্যাবরেটরি । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আজ আনুষ্ঠানিকভাবে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরির উদ্বোধন করেন ।
হর্ষবর্ধন জানিয়েছেন, "যেসব জায়গাগুলি শহর থেকে অনেকটা দূরে, যে এলাকাগুলিতে এখনও পর্যন্ত ভালোভাবে যোগাযোগ ব্যবস্থা তৈরি নেই, এই নতুন ল্যাবরেটরি সেইসব এলাকার কথা ভেবেই তৈরি হয়েছে । দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে সোয়াবের নমুনা পরীক্ষার হার বাড়ানো যাবে এই ব্যবস্থার মাধ্যমে ।"
আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক দেওয়া হয়েছে, তারই প্রতিফলন হিসেবে তৈরি হয়েছে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি । কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রক এবং অন্ধ্রপ্রদেশের মেড-টেক জ়োনের যৌথ উদ্দ্যোগে এই ল্যাবরেটরি তৈরি হয়েছে । দেশের সীমিত স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থাকে আত্মনির্ভর করতে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি যথেষ্টই সাহায্য করবে বলে মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ।