দিল্লি, 13 অক্টোবর : আশঙ্কার মেঘটা ছিল আগে থেকেই ৷ এবার তা আরও বাড়িয়ে দিল বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস ৷ আগামী দিনে ভারতের আর্থিক বৃদ্ধির হার দ্রুত গতিতে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়ে রাখল বিশ্ব ব্যাঙ্ক ৷ কিছুদিন আগেই মুডিজ় ইনভেস্টরস সার্ভিসের সমীক্ষা থেকেও একই তথ্য উঠে এসেছিল ৷
বিশ্ব ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ভারতের বিপুল বেকারত্বের বোঝা এই আর্থিক সংকটের অন্যতম কারণ ৷ GST এবং নোটবন্দির মতো আর্থিক নীতিগুলিকেও দায়ী করেছে বিশ্ব ব্যাঙ্ক ৷ একের পর এক আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্টে ভারতের এই আর্থিক অবক্ষয়ের পূর্বাভাস নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলছে অর্থনীতিবিদদের কপালে ৷
ভারত, পাকিস্তান সহ একাধিক উন্নয়নশীল দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে বলে অনুমান করছে ৷ আজ সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাসে একথা জানানো হয় বিশ্ব ব্যাঙ্কের তরফে ৷ বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে আরও জানানো হয় যে, বাংলাদেশ ও নেপালের থেকেও পিছিয়ে পড়বে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৷