পশ্চিমবঙ্গ

west bengal

6 বছরে সর্বনিম্ন আর্থিক বৃদ্ধির হার, নামল 5 শতাংশে

By

Published : Aug 31, 2019, 5:22 AM IST

চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার 5 শতাংশ ৷ যা 6 বছরে সর্বনিম্ন ৷

ছবিটি প্রতীকী

দিল্লি, 31 অগাস্ট : চলতি আর্থিক বছরের শুরুতেই ধাক্কা খেল বৃদ্ধির হার ৷ এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের GDP তথা আর্থিক বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে 5 শতাংশে ৷ যা গত 6 বছরে সর্বনিম্ন ৷ অর্থনীতিবিদদের মতে, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা, ব্যক্তিগত বিনিয়োগ হ্রাস পাওয়ার জেরেই কমেছে আর্থিক বৃদ্ধির হার ৷

কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল 8 শতাংশ ৷ আর শেষ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার কমে হয়েছিল 5.8 শতাংশ ৷ এর আগে 2013 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আর্থিক বৃদ্ধির হার কমে হয়েছিল 4.3 শতাংশ ৷ মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়াম বলেন, "ভারতের আর্থিক বৃদ্ধির হার তুলনামূলক বেশি হলেও প্রথম ত্রৈমাসিকে তা কিছুটা কমেছে ৷ এর জন্য দায়ি অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় কারণই ৷ মূলত উন্নত অর্থনীতিতে মন্দা ও চিনা-অ্যামেরিকান বাণিজ্য দ্বন্দ্বের কারণেই ভারতের অর্থনীতিতে এই প্রভাব পড়েছে ৷"

সবথেকে বেশি ধাক্কা খেয়েছে উৎপাদন ক্ষেত্র ৷ গত বছরের ত্রৈমাসিকে যেখানে বৃদ্ধির হার ছিল 12.1 শতাংশ, এবার তা এসে ঠেকেছে 0.6 শতাংশে ৷ একই অবস্থা রিয়েল এস্টেস্টেও ৷ গত বছরের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল 9.6 শতাংশ ৷ এবার তা কমে হয়েছে 5.7 শতাংশ ৷ কৃষিক্ষেত্রেও আর্থিক মন্দার প্রভাব পড়েছে ৷ গত বছরের তুলনায় বৃদ্ধির হার কমেছে 3.1 শতাংশ ৷

ধাক্কা খেয়েছে উৎপাদন ক্ষেত্র

এদিকে গত সপ্তাহেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন, অন্য দেশের তুলনায় ভারতের আর্থিক বৃদ্ধির হার বেশি ৷ আর ভোগ ক্ষমতার হার নিয়ে তাঁর বক্তব্য, শুধুমাত্র উন্নয়নশীল দেশে নয়, উন্নত অর্থনীতিতেও ভোগ ক্ষমতার হার নিম্নমুখী ৷

ABOUT THE AUTHOR

...view details