মানালি, 3 অক্টোবর : কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তিনি বলেন, কংগ্রেসের অধীনে ভারতের প্রতিরক্ষা স্বার্থের সঙ্গে আপস করা হয়েছিল ৷ তিনি আরও বলেন, তাঁর সরকারের কাছে দেশের সুরক্ষার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় ৷
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 9.2 কিলোমিটার অটল টানেলের উদ্বোধন করার পরে 2004-2014 পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল অটল টানেল ৷ যা মানালি ও লেহের দূরত্ব 46 কিলোমিটার কমিয়ে দিয়েছে ৷ যাত্রার সময়ও কমেছে এবং চার থেকে পাঁচ ঘণ্টা ৷
প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার সীমান্ত প্রতিরক্ষা পরিকাঠামো উন্নয়নে সমস্ত শক্তি মোতায়েন করেছে ৷ তিনি দাবি করেন, এর আগে কখনও এত বড় পরিসরে কাজ করা হয়নি, সে রাস্তাঘাট, ব্রিজ বা টানেল নির্মাণ, যাই হোক না কেন ।
UPA সরকারের প্রতি অভিযোগ করে মোদি বলেন, 2002 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি এই প্রকল্পটির শিলান্যাস করেন ৷ কিন্তু তারপর UPA সরকারের অবহেলায় এতদিন কাজটি হয়নি ৷