দিল্লি, 8 অক্টোবর : গতকালের তুলনায় ফের বাড়ল আক্রান্তের সংখ্যা । 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 78 হাজার 524 জন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 72 হাজার 49 জন ৷ এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 68 লাখ ছাড়িয়ে গেল ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 971 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 986 জনের ৷
স্বাস্থ্যমন্ত্রকের শেষ রিপোর্ট অনুযায়ী , দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 68 লাখ 35 হাজার 656 জন । মৃত্যু হয়েছে 1 লাখ 5 হাজার 524 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 2 হাজার 425 । সুস্থতার দিক থেকে ভারত এখন প্রথম স্থানে রয়েছে । 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 83 হাজার 11 জন ৷ দেশে মোট কোরোনা মুক্ত হয়েছে 58 লাখ 27 হাজার 524 জন । আক্রান্তের দিক থেকে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে ।