পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রেকর্ড সংক্রমণ ! 45 লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা - covid 19 news update

24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ । আক্রান্তের গণ্ডি ছাড়িয়েছে 45 লাখ ।

covid
covid

By

Published : Sep 11, 2020, 12:13 PM IST

Updated : Sep 11, 2020, 12:50 PM IST

দিল্লি, 11 সেপ্টেম্বর : আবার রেকর্ড সংক্রমণ । এবার একদিনে প্রায় এক লাখের কাছাকাছি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন । ফলে, সংক্রমণের গণ্ডি 45 লাখ ছাড়িয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 96 হাজার 551 । মোট কোরোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত 45 লাখ 62 হাজার 414 । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 209 জনের । মোট মৃতের সংখ্যা 76 হাজার 271 । বর্তমানে দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 9 লাখ 43 হাজার 480 ।

তবে সুস্থতার হারও কম নয় দেশে । আক্রান্তের বেশিরভাগ মানুষই সুস্থ হয়েছেন । 35 লাখ 42 হাজার 663জন কোরোনা মুক্ত হয়েছেন ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের সুস্থতার হার বেশি । গত 29দিনে বেশিরভাগ মানুষই সুস্থ হয়েছেন । কোরোনা আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত । প্রথম স্থানে অ্যামেরিকা ।

দেশে সংক্রমণের নিরিখে এগিয়ে মহারাষ্ট্র । এ’রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 9 লাখ 90 হাজার 795 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 61 হাজার 798 । সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু । এই দুই রাজ্যে কোরোনা সংক্রমিতের সংখ্যা যথাক্রমে 5 লাখ 37 হাজার 687 এবং 4 লাখ 86 হাজার 52 ।

একইসঙ্গে দেশে সোয়াব নমুনা পরীক্ষার হার বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) । 10 সেপ্টেম্বর পর্যন্ত মোট 5 কোটি 40 লাখ 97 হাজার 975জনের নমুনা পরীক্ষা হয়েছে । 24 ঘণ্টায় পরীক্ষা হয়েছে 11 লাখ 63 হাজার 542 নমুনা, জানিয়েছে ICMR ।

Last Updated : Sep 11, 2020, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details