দিল্লি, 26 জুলাই : নিজেদের অভ্যন্তরীণ কোন্দলকে দূরে রাখতে এবং ভারতের জমি দখল করার উদ্দেশে পাকিস্তানের সব পরিকল্পনা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা । 'কার্গিল বিজয় দিবস'-এ এ'ভাবেই পাকিস্তানের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এর 67তম সংস্করণে বক্তব্য রাখতে গিয়ে আজ তিনি বলেন, ভারতের বন্ধুত্বপূর্ণ প্রচেষ্টার জবাবে পাকিস্তান প্রত্যাঘাত করার চেষ্টা করেছিল ।
সেনার সাহসিকতাই কার্গিলে পাকিস্তানকে হারিয়েছে : প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদি
'কার্গিল বিজয় দিবস'-এ যুদ্ধের সময় দেশকে সুরক্ষিত রাখতে ভারতীয় সেনার সাহস এবং সংকল্পের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী । 1999 সালে ভারতের ভূমি দখলের চেষ্টার জন্য পাকিস্তানের সমালোচনাও করেন তিনি ।
নরেন্দ্র মোদি বলেন, “আজ কার্গিল বিজয় দিবস । আজ থেকে ২১ বছর আগে, আমাদের সেনাবাহিনী কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল । যে পরিস্থিতিতে যুদ্ধ হয়েছিল ভারত তা কখনই ভুলতে পারে না ।” তাঁর কথায়, "ভারত পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল । কিন্তু, কথায় আছে না, বিনা কারণে সবার সঙ্গে শত্রুতা করা দুষ্টের স্বভাব । এ'ধরনের লোকেরা তাদের প্রতি যারা ভালো কাজ করে তাদেরকেও খারাপ বলে মনে করে । আর সেই কারণেই ভারতের বন্ধুত্বপূর্ণ প্রয়াসের প্রতিক্রিয়ায় পাকিস্তান প্রত্যাঘাত করার চেষ্টা করেছিল । তবে বিশ্বজুড়ে ভারতের সাহসী সেনাবাহিনীর বীরত্ব ও শক্তি প্রকাশিত হয়েছে।"
প্রধানমন্ত্রী বলেছেন, “যুদ্ধ চলাকালীন পাহাড়ের ওপর উঁচু হয়ে দাঁড়িয়েছিল শত্রুপক্ষ । তবে আমাদের বাহিনীর উচ্চ মনোবল এবং সত্য সেই পর্বতমালাকেও জয় করে নেয় ।” 1999 সালের 26 জুলাই কার্গিল যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানকে পরাজিত করেছিল । সেই থেকে, অপারেশন বিজয়ে অংশ নেওয়া সৈন্যদের গৌরব ও বীরত্বের কথা স্মরণ করে আজকের দিনটি 'কারগিল বিজয় দিবস' হিসেবে পালিত হয় । এর আগে টুইটারে নরেন্দ্র মোদি লেখেন, "আমরা আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং দৃঢ়-সংকল্পের কথা স্মরণ করি, যারা 1999 সালে স্থিরভাবে আমাদের জাতিকে রক্ষা করেছিলেন ।"