পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশবাসী ক্ষমা করবে না, পিত্রোদা ইশুতে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর - BALAKOT

"সন্ত্রাসবাদীদের গুণগান যারা গায় তাদের আঁতুড়ঘর হয়ে উঠছে বিরোধীরা। দেশবাসী ক্ষমা করবে না।" শ্যাম পিত্রোদার বক্তব্যের পালটা দিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী

By

Published : Mar 22, 2019, 5:54 PM IST

দিল্লি, 22 মার্চ : "সন্ত্রাসবাদীদের গুণগান যারা গায় তাদের আঁতুড়ঘর হয়ে উঠছে বিরোধীরা। ওরাই দেশের ফোর্সকে বারবার অপমান করে। 130 কোটি ভারতীয় বিরোধীদের ক্ষমা করবে না।" কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযান নিয়ে আজ সন্দেহ প্রকাশ করেন শ্যাম পিত্রোদা। বলেন, "আমাকে হামলার প্রমাণ দিন।"

26/11 মুম্বই হামলা নিয়ে বক্তব্য রাখেন শ্যাম পিত্রোদা। বলেন, "আটজন লোক এসেছিল এবং কিছু করেছিল। এর উপর ভিত্তি করে আপনি গোটা দেশের(পাকিস্তান) উপর ঝাঁপিয়ে পড়তে পারেন না। কয়েকজনের জন্য গোটা দেশকে আপনি দোষারোপ করতে পারেন না। আমি এই পথে বিশ্বাস করি না।"

পুলওয়ামা হামলা ও বালাকোট অভিযান নিয়ে পিত্রোদা বলেন, "আমি পুলওয়ামা সম্পর্কে বেশিকিছু জানি না। সব সময়েই এধরনের ঘটনা ঘটে থাকে। মুম্বইয়ের তাজ হোটেল ও ওবেরয় হোটেলেও এধরনের ঘটনা ঘটেছিল। তখন আমরা প্রতিক্রিয়া দিতে পারতাম। বিমান পাঠাতে পারতাম। কিন্তু, আমরা তা করিনি। কারণ, এটা সঠিক পথ নয়। আমি বলতেই পারি 300 জনকে মেরে ফেলেছি। কিন্তু, গোটা বিশ্ব বলছে অন্য কথা।"

পিত্রোদার বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী। টুইট করেন, "বিরোধীরা বারবার আমাদের সেনাবাহিনীকে অপমান করছে। আমি দেশের সমস্ত নাগরিককে বলব যে আপনারা বিরোধীদের এই মন্তব্যের জন্য তাদের প্রশ্ন করুন। 130 কোটি ভারতীয় বিরোধীদের ক্ষমা করবে না। বিরোধীদের এধরনের মন্তব্যও তারা কখনও ভুলবে না। কারণ, দেশবাসী সেনাবাহিনীর পাশে আছে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details