পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আত্মনির্ভর ভারতই নতুন ভারত, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর - 74th Independence Day

আত্মবিশ্বাস হল আত্মনির্ভরতার প্রথম ধাপ । ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আত্মনির্ভর ভারতই নতুন ভারত, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর
আত্মনির্ভর ভারতই নতুন ভারত, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর

By

Published : Aug 15, 2020, 8:41 AM IST

দিল্লি, ১৫ অগাস্ট: তিনি মাসকয়েক আগেই আত্মনির্ভর ভারতের কথা প্রচার করেছিলেন । আর আজ ৭৪তম স্বাধীনতা দিবসে লালকেল্লার মাটি থেকে দাঁড়িয়ে সেই আত্মনির্ভর ভারতই যে আগামী দিনের ভারতের স্বপ্ন সেকথা আরও একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর কথায়, "আত্মনির্ভরতার পথে হাঁটা অনেক কষ্টের । এই দেশের মানুষ এই সংকল্প গ্রহণ করেছেন । আত্মবিশ্বাস হল আত্মনির্ভরতার প্রথম ধাপ ।"

প্রধানমন্ত্রীর দাবি, বর্তমান কোরোনা পরিস্থিতিতেও বিনিয়োগ বেড়েছে । FDI-তে সর্বকালের রেকর্ড ছুঁয়েছে । দেশীয় কাঠামোর উপর নির্ভর করে, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যেভাবে আত্মনির্ভরতার পথে এগিয়েছে দেশ । সেজন্য দেশের প্রতিটি মানুষকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী । পাশাপাশি কোরোনা পরিস্থিতিতে বর্তমানে দেশ একটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে বলে আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি । তবে যেভাবে বিদেশি বিনিয়োগ বেড়েছে, পরিকাঠামোগত উন্নয়নকে হাতিয়ার করে একটা সুস্থ অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে সেজন্য দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন । পাশাপাশি আগামী দিনে গ্রামীণ অর্থনীতি, দেশের ১১০টি জেলার উপর বিশেষ নজর, মধ্যবিত্ত শ্রেণিকে এগিয়ে আসার বার্তা, ভারতের পণ্যকে বিদেশের সামনে আরও বেশি করে তুলে ধরে ফের একবার আত্মনির্ভরতার স্বপ্নকেই ফেরী করেছেন তিনি ।

শিল্পকে উৎসাহ দেওয়ার পাশাপাশি কৃষি যে দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি সেকথাও মনে করিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, "কৃষিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আগামীদিনে । কৃষকদের উন্নয়নে এবং অগ্রগতিতে আরও কার্যকর পদক্ষেপ করতে হবে ।" মোদির দাবি, ভারত ক্রমেই ফেড ফর ইন্ডিয়া থেকে মেড ফর ওয়ার্ল্ডের থেকে এগিয়ে চলেছে । এই অগ্রগতি কৃষক এবং মধ্যবিত্ত শ্রেণির সহযোগিতা ছাড়া কোনওভাবেই সম্ভব হত না ।

আরও পড়ুন : কোরোনার বিরুদ্ধে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান মোদির

এদিন কোরোনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী । পাশাপাশি যেভাবে কোরোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এগিয়ে এসেছেন তার জন্য তাঁদের অভিনন্দন জানান তিনি । মোদির বিশ্বাস, এই কঠিন-কোরোনা পরিস্থিতি থেকে দেশ মুক্তি পাবেই । আগামীদিনে আরও শক্তিশালী ও মজবুত ভারত গড়ে উঠবে । এবং তা গড়ে উঠবে দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে ।

আত্মনির্ভরতার অপর শপথ শিক্ষাক্ষেত্রে দেশের মজবুত ভিত্তি । মোদির দাবি, "শিক্ষাক্ষেত্রে এক অভূতপূর্ব পদক্ষেপ করেছে বর্তমান সরকার । শিক্ষাই যে একমাত্র দেশকে উন্নয়নের আলো দেখাতে পারে সেকথা মনে করিয়ে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রীর বার্তা, শিক্ষাই পারে দেশকে এক আত্মনির্ভর, মজবুত ভারত গড়ে তুলতে ।"

ABOUT THE AUTHOR

...view details