মুম্বই, 3 ফেব্রুয়ারি : 'ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা'য় যোগ দিলেন ভারতরত্ন সচিন তেন্ডুলকর ৷ দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে পপ তারকা রিহানা সহ কয়েকজন আন্তর্জাতিক তারকা টুইট করেছেন ৷ সেই টুইটের জবাবে সচিন বললেন, কী করলে ভারতের ভালো হবে তা ভারতীয়দেরই বুঝতে দিন ৷ ভারতকে একটি ঐক্যবদ্ধ দেশ হিসেবে থাকতে দিন ৷
গত কয়েকদিনে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছেন গ্রেটা থুনবার্গ, রিহানা, মিয়া খলিফাদের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা ৷ সেই টুইটের সমালোচনা করে কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ৷ সরকারের সমর্থনে হেঁটেছে বলিউড তারকারা ৷ হ্যাশট্যাগ 'ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা', 'ইন্ডিয়া টুগেদার' দিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন অক্ষয় কুমার, অজয় দেবগণরা ৷ তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে ৷ সেখানে আন্তর্জাতিক তারকাদের এমন টুইট উত্তেজনা তৈরি করতে পারে ৷ এবার সেই পথে হাঁটলেন ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরও ৷ রিহানাদের জবাব দেওয়ার ভঙ্গিতে লিখলেন, "দেশের সার্বভৌমত্ব নিয়ে আপস করা হবে না ৷ ভারতীয়রা নিজেদের দেশকে চেনে এবং দেশের ভালোর জন্য কী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা জানে ৷ আমাদের দেশকে ঐক্যবদ্ধ থাকতে দিন ৷"