পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করল চিন - ভারত-চিন সংঘর্ষ

চিনে ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করল বেজিং সরকার। সূত্রের খবর, এবার থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) সার্ভার ছাড়া ভারতীয় কোনও ওয়েবসাইট চিনে বসে দেখা যাবে না।

india-china clash
india-china clash

By

Published : Jul 1, 2020, 7:04 PM IST

Updated : Jul 1, 2020, 7:18 PM IST

দিল্লি, 1 জুলাই : ভারতে 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পর গতকালই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিন। এবার তার জবাব দিতে চিনে ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করল শি চিনপিং-এর সরকার। ভারতে বসে সংবাদপত্র ও TV চ্যানেলগুলি চিনের বিভিন্ন ওয়েবসাইট থেকে পিপলস লিবেরেশন আর্মি (PLA)-র বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করলেও, এবার থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) সার্ভার ছাড়া ভারতীয় সংবাদমাধ্যমের কোনও ওয়েবসাইট চিনে বসে দেখা যাবে না।

বেজিংয়ের কূটনৈতিক সূত্রে খবর, চিনে এখন ভারতীয় TV চ্যানেলগুলি শুধুমাত্র IP TV দ্বারা ব্যবহার করা যাবে। পাশাপাশি গত দুদিন ধরে চিনে iPhone ও ডেস্কটপে এক্সপ্রেস VPN কাজ করছে না । VPN হল একটি শক্তিশালী মাধ্যম যা ব্যবহারকারীদের সেন্সরশিপ আটকাতে ও কোনও নির্দিষ্ট ওয়েবসাইট দেখার সুযোগ দেয়। এর ফলে ব্যবহারকারীর অনলাইন কার্যকলাপ শনাক্ত করা যায় না। তবে, চিনের হাতে অত্যাধুনিক ফায়ারওয়াল (firewall) প্রযুক্তি রয়েছে । যা দিয়ে সহজেই VPN ব্লক করা যায় ।

চিন তার দমনকারী অনলাইন সেন্সরশিপের জন্য কুখ্যাত । এর জন্য শি চিনপিং-র সরকার উন্নত প্রযুক্তির আবিষ্কার করেছে। উদাহরণস্বরূপ, CNN ও BBC-র সাইটে যখনই 'হংকং প্রোটেস্ট' শব্দটি উল্লেখ করা হয়, তখনই বেজিং-এর পেজটি কালো হয়ে যায়। কেবলমাত্র বিষয়টি শেষ হয়ে যাওয়ার পর খবরটি আসে।

15 জুন লাদাখে ভারত-চিন সংঘর্ষের পর চিনের এহেন পদক্ষেপ ভারত-চিন সম্পর্কের বর্তমান পরিস্থিতির উপর আরও চিন্তা বাড়াচ্ছে। সম্প্রতি লাদাখ পরিস্থিতি নিয়ে চিনকে জবাব দিতে ভারতে 59টি চিনা অ্যাপ বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। বাতিল অ্যাপের তালিকায় রয়েছে, টিকটক, UC ব্রাউজ়ার, সেয়ার ইট এবং উই চ্যাটের মতো জনপ্রিয় চিনা অ্যাপ।

জুন মাসের প্রথম দিকেই সীমান্ত নিয়ে চিনে সঙ্গে ভারতের মতভেদ দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দু দেশের সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকও হয় । তবে 15 জুন গালওয়ান উপত্যাকায় চিন-ভারত সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।

চিনকে জবাব দিতে ভারতে 59টি চিনা অ্যাপ বন্ধ করে দেয় ভারত সরকার । যা চিনের বিরুদ্ধে ‘ডিজিটাল স্ট্রাইক’ বলে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দাবি, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই সমস্ত প্রোটোকল মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরেই দেশে ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করার চিনের এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ।

Last Updated : Jul 1, 2020, 7:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details