দিল্লি, 1 জুলাই : ভারতে 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পর গতকালই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিন। এবার তার জবাব দিতে চিনে ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করল শি চিনপিং-এর সরকার। ভারতে বসে সংবাদপত্র ও TV চ্যানেলগুলি চিনের বিভিন্ন ওয়েবসাইট থেকে পিপলস লিবেরেশন আর্মি (PLA)-র বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করলেও, এবার থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) সার্ভার ছাড়া ভারতীয় সংবাদমাধ্যমের কোনও ওয়েবসাইট চিনে বসে দেখা যাবে না।
বেজিংয়ের কূটনৈতিক সূত্রে খবর, চিনে এখন ভারতীয় TV চ্যানেলগুলি শুধুমাত্র IP TV দ্বারা ব্যবহার করা যাবে। পাশাপাশি গত দুদিন ধরে চিনে iPhone ও ডেস্কটপে এক্সপ্রেস VPN কাজ করছে না । VPN হল একটি শক্তিশালী মাধ্যম যা ব্যবহারকারীদের সেন্সরশিপ আটকাতে ও কোনও নির্দিষ্ট ওয়েবসাইট দেখার সুযোগ দেয়। এর ফলে ব্যবহারকারীর অনলাইন কার্যকলাপ শনাক্ত করা যায় না। তবে, চিনের হাতে অত্যাধুনিক ফায়ারওয়াল (firewall) প্রযুক্তি রয়েছে । যা দিয়ে সহজেই VPN ব্লক করা যায় ।
চিন তার দমনকারী অনলাইন সেন্সরশিপের জন্য কুখ্যাত । এর জন্য শি চিনপিং-র সরকার উন্নত প্রযুক্তির আবিষ্কার করেছে। উদাহরণস্বরূপ, CNN ও BBC-র সাইটে যখনই 'হংকং প্রোটেস্ট' শব্দটি উল্লেখ করা হয়, তখনই বেজিং-এর পেজটি কালো হয়ে যায়। কেবলমাত্র বিষয়টি শেষ হয়ে যাওয়ার পর খবরটি আসে।