পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জওয়ানদের মনোবল কমাতে বিতর্ক তৈরি করা হচ্ছে  : PMO

গতকাল সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা মেটাতে আজ প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে একটি বার্তা দেওয়া হল। বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। ভারতীয় সীমান্তে চিন সেনাবাহিনীকে রুখে দিয়েছিল ভারতীয় জওয়ানরা, এই কথাই বলেছিলেন প্রধানমন্ত্রী।

Narendra modi
Narendra modi

By

Published : Jun 20, 2020, 5:04 PM IST

দিল্লি, 20 জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "ভারতে চিনা বাহিনী প্রবেশ করেনি" মন্তব্য ঘিরে বিরোধী পক্ষের তুমুল সমালোচনার মুখে পড়ে আজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হল, প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অফিসের (PMO) তরফে বিবৃতিতে আরও বলা হয়, বীর জওয়ানরা যখন সীমান্ত রক্ষা করছে, তখন দুর্ভাগ্যবশত তাদের মনোবল কমাতে বিতর্ক তৈরি করা হচ্ছে ।

কংগ্রেসের তরফ থেকে একের পর এক প্রশ্ন বাণে জর্জরিত করা হয় কেন্দ্রীয় সরকারকে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে প্রশ্ন তোলা হয়, যদি চিনা বাহিনী ভারতে প্রবেশ না করে, তাহলে ভারতীয় জওয়ানদের মৃত্যু হল কী করে? বিরোধীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অফিসের তরফ থেকে জানানো হয়, 15 জুন লাদাখে চিনের তরফ থেকে সীমান্ত লঙ্ঘনের যে প্রচেষ্টা করা হয়েছিল, তা ভারতীয় সেনা জওয়ানরা রুখে দিয়েছিল।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে একটি বার্তায় জানানো হয়, "গতকালের সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করার চেষ্টা চালানো হচ্ছে। অকারণে বিতর্ক তৈরি করে সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। " এই বার্তায় আরও বলা হয়, "LAC লঙ্ঘন সম্পর্কে জানানো হচ্ছে, 15 জুন গালওয়ান উপত্যকায় চিনা বাহিনী সীমান্ত ঘেঁষে প্রতিরক্ষা কাঠামো তৈরি করার চেষ্টা করছিল, তা কেন্দ্র করেই সংঘর্ষের সৃষ্টি হয়। চিনা বাহিনীকে সীমান্ত লঙ্ঘন করে দেশের মাটিতে প্রবেশ প্রতিহত করতে গিয়েই 16 বিহার রেজিমেন্টের জওয়ানরা শহিদ হন। ভারতীয় সশস্ত্র বাহিনীর তৎপরতায় চিনা সেনাবাহিনী ভারতের মাটিতে প্রবেশ করতে পারেনি, এই কথাটিই প্রধানমন্ত্রী বলেছিলেন। "

কংগ্রেস নেতা রাহুল গান্ধি, পি চিদম্বরম সহ অনেক বিরোধী নেতা প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী জয়শংকর এবং ভারতীয় সেনাবাহিনী গালওয়ান সংঘর্ষ নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন, তার সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ বিপরীত এবং বিভ্রান্তিকর।

বিরোধীদের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলা ' যারা আমাদের দেশে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল, তাদের উপযুক্ত জবাব দিয়েছে আমাদের দেশের বীর সন্তানেরা' কথাটি ভারতীয় সেনাবাহিনীর নীতি ও মান সম্পর্কে স্পষ্ট নির্দেশ করে। "

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সমালোচনা করে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, 'লাদাখে ভারতীয় সীমান্তে কেউ অনুপ্রবেশ করেনি' বলে প্রধানমন্ত্রীর বক্তব্য সকলকে স্তম্ভিত ও হতভম্ব করেছে। গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের পরও চিন সংঘর্ষের জন্য ভারতকেই দোষারোপ করেছে । কেন্দ্রকে আক্রমণ করে চিদম্বরম বলেন, "চিন এখন যখন সম্পূর্ণ গালওয়ান উপত্যকা নিজেদের বলে দাবি করছে, তখন সরকারের এই দাবি নিয়ে কী জবাব রয়েছে? ভারতীয় সরকার কি এই দাবিকে প্রত্যাখ্যান করবে ? "

ABOUT THE AUTHOR

...view details