দিল্লি, 10 মে : 12 মে থেকে প্রাথমিকভাবে 15 জোড়া ট্রেন দিয়ে পরিষেবা ফের চালুর পরিকল্পনা করছে ভারতীয় রেল । আগামীকাল থেকেই শুরু হবে বুকিং । তবে শুধু ভারতীয় রেলের ওয়েবসাইট থেকেই এই বুকিং করা যাবে বলে জানানো হয়েছে ।
এই ট্রেনগুলিকে বিশেষ ট্রেন হিসেবে নিউ দিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেনদরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মডগাও, মুম্বই সেন্ট্রাল, আমেদাবাদ ও জম্মু তাউই স্টেশন দিয়ে যাবে । আগামীকাল বিকেল চারটে থেকে বুকিং শুরু হবে । শুধুমাত্র IRCTC-র ওয়েবসাইটে (https://www.irctc.co.in/) এই বুকিং করা যাবে ।
স্টেশনগুলিতে টিকিট বুকিং কাউন্টারগুলি বন্ধই থাকবে । কোনও কাউন্টার টিকিট (প্ল্যাটফর্ম টিকিট সহ) জারি করা হবে না । শুধু কনফার্ম টিকিট সঙ্গে থাকলেই যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে । যাত্রীদের মাস্ক পরা ও থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক । এরপর যাঁদের শরীরে কোনওরকম উপসর্গ নেই, শুধুমাত্র তাঁদেরই ট্রেনে উঠতে দেওয়া হবে ।
ট্রেনের সময়সূচি সংক্রান্ত তথ্য যথাযথভাবে জারি করা হবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে । মার্চ মাসে 20 হাজারেরও বেশি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছিল । অন্যদিকে, বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরাতে 'শ্রমিক স্পেশাল' ট্রেনগুলির জন্য আরও হাজার হাজার কোচ সংরক্ষণ করে রাখা হয়েছে ।
এই বিষয়ে রেলমন্ত্রকের তরফে আজ একটি টুইট করা হয় । সঙ্গে জানানো হয়, 12 মে থেকে প্রাথমিকভাবে 15 জোড়া ট্রেন চালানো হবে । এই ট্রেনগুলি বিশেষ ট্রেন হিসেবে নিউ দিল্লি স্টেশন থেকে দেশের 15টি গুরুত্বপূর্ণ শহরের স্টেশন হয়ে যাবে । রেলমন্ত্রী পীযূষ গোয়েলও এই বিষয়ে টুইট করেন । তিনি লেখেন, "12 মে থেকে প্রাথমিকভাবে যাত্রী পরিষেবা চালুর পরিকল্পনা করছে রেল । 15 জোড়া বিশেষ ট্রেন নিউ দিল্লি থেকে দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে যাবে । এই ট্রেনগুলির বুকিং আগামীকাল বিকেল চারটে থেকে শুরু হবে ।"
1 মে থেকে এখনও পর্যন্ত ভারতীয় রেল 366টি 'শ্রমিক স্পেশাল' ট্রেন চালিয়েছে । প্রায় চার লাখ শ্রমিককে 287টি ট্রেন তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে । 79টি ট্রেন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে । এই 287টি ট্রেনের মধ্যে 127টি ট্রেন উত্তরপ্রদেশ, 87টি বিহার, 24টি মধ্যপ্রদেশ, 20টি ওড়িশা, 16টি ঝাড়খণ্ড, চারটি রাজস্থান, তিনটি মহারাষ্ট্র, তেলাঙ্গানা ও পশ্চিমবঙ্গে দু'টি করে এবং অন্ধ্রপ্রদেশ ও হিমাচল প্রদেশে একটি করে ট্রেন রওনা দিয়েছে ।