দিল্লি, 7 অগাস্ট : ব্রিটিশ শাসনকাল থেকে খালাসি নিয়োগ করে আসছে রেল । এইবার সেই নিয়োগও বন্ধ হতে চলেছে । লকডাউন পরবর্তী সময়ে খালাসি পদে আর নিয়োগ হবে না বলেই রেলের একটি নির্দেশিকায় সম্প্রতি জানানো হয়েছে । সাধারণ উচ্চপদস্থ কর্মীদের বাসস্থানে খালাসি বা বাংলো পিওন নিয়োগ করা হত ।
রেলের উচ্চপদস্থ কর্মচারীরা অনেকক্ষেত্রে প্রত্যন্ত এলাকায় কর্মরত থাকতেন । তাঁদের সঙ্গেই পাঠানো হত খালাসিদের । পরিবারের সুরক্ষার দায়িত্ব থাকত খালাসিদের উপর । আবার অনেকক্ষেত্রে তাঁদের অফিসের কয়েকটি কাজকর্মও করতেন খালাসিরা । ফোনকল গ্রহণ করা বা ফাইল পৌঁছে দেওয়ার মতো কাজ করতেন ।
মঙ্গলবার রেলের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় । চলতি বছরের 1 জুলাই থেকে যাঁদের নিয়োগ করা হয়েছে, তা পর্যালোচনা করা হবে । টেলিফোন অ্যাটেনডেন্ট কাম ডাক খালাসি পদের নিয়োগ সংক্রান্ত বিষয় এখন পর্যালোচনায় রয়েছে । খালাসি পদে নতুন করে নিয়োগ করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
খালাসি পদে নিযুক্ত হওয়ার জন্য অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় । প্রতিমাসে 20 থেকে 22 হাজার পর্যন্ত বেতন পান তাঁরা । অস্থায়ী পদে নিযুক্ত হন খালাসিরা । নিযুক্ত হওয়ার তিন বছর পর তাঁদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয় । খালাসিরা পরবর্তীতে টিকিট পরীক্ষক, শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় মেকানিক্স এবং রানিং রুমে রান্নার কাজ শুরু করেন । বারবার তাঁদের কাজ নিয়ে খারাপ ব্যবহারের অভিযোগ পেয়েছে রেল কর্তৃপক্ষ । এরপর 2014 সালে এই পদে নিয়োগের জন্য একটি পর্যালোচনার নির্দেশ দেয় রেল ।