দিল্লি, 15 মে: দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়াদের ঘরে ফেরাতে একদিনে 145টি ট্রেন চালাল ভারতীয় রেল ৷ 1 মে চালু করা হয় ‘‘শ্রমিক স্পেশাল’’ ৷ 5000 যাত্রী নিয়ে যাত্রা শুরু করা শ্রমিক স্পেশাল ইতিমধ্যে 12 লাখের বেশি মানুষকে নিজেদের রাজ্যে ফিরতে সাহায্য করেছে ৷
একদিনে 145টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে নজির ভারতীয় রেলের - শ্রমিক স্পেশাল
শ্রমিক দিবসে চালু হয়েছিল শ্রমিক স্পেশাল ট্রেন ৷ প্রথমদিন মোট চারটি ট্রেন চলে ৷ 15 দিনের মধ্যে সেই ট্রেনের সংখ্যা হাজার ছাড়াল ৷ গতকাল মোট 145টি ট্রেনে দু'লাখ 10 হাজারের বেশি যাত্রীকে গন্তব্যে পৌছাতে সাহায্য করেছে ভারতীয় রেল ৷
গত 15 দিনে এক হাজারেরও বেশি শ্রমিক স্পেশাল ট্রেন চলেছে দেশজুড়ে ৷ গতকাল 145টি ট্রেনে দু'লাখ 10 হাজারেরও বেশি মানুষকে তাদের রাজ্যে পৌঁছে দিয়েছে ভারতীয় রেল ৷ আজ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য তুলে ধরা হয় । ‘‘ব্যাক হোম’’ মিশনে ভারতীয় রেলের তরফে প্রতিদিন 300টি ট্রেন চালিয়ে চার লাখের বেশি মানুষকে তাদের ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷
অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলাঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ থেকে এই শ্রমিক স্পেশাল ট্রেনগুলি ছাড়ছে ৷ রাজ্য সরকারগুলির ছাড়পত্র মেলার পরই ভারতীয় রেলের তরফ থেকে এই শ্রমিক স্পেশাল ট্রেন গুলি চালানো হচ্ছে বলে জানানো হয় ৷ ট্রেনে ওঠার আগে ও নামার সময় স্ক্রিনিং করা হচ্ছে প্রত্যেক যাত্রীর ৷ এছাড়া যাত্রীদের বিনামূল্যে খাবার ও জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে ৷