পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শ্রমিক স্পেশাল ও বিশেষ ট্রেন বাদে বন্ধ যাত্রীবাহী রেল পরিষেবা - বন্ধ ট্রেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, ট্রেনে ওঠার আগে সমস্ত যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হবে । যদি ভাইরাসের কোনও উপসর্গ ওই ব্যক্তির শরীরে দেখা না যায়, তবেই তাঁকে ট্রেনে উঠতে দেওয়া হবে ।

Indian Railway
বন্ধ যাত্রীবাহী রেল পরিষেবা

By

Published : May 13, 2020, 11:12 PM IST

দিল্লি, 13 মে : পরবর্তী নির্দেশিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত মেইল / এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন ও সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করল ভারতীয় রেল । 30 জুন পর্যন্ত যে যে ট্রেনের বুকিং হয়ে গেছিল, সেই সমস্ত ট্রেনের বুকিং বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যাত্রীদের টিকিটের সম্পূর্ণ ভাড়া ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে ভারতীয় রেল ।

তবে চালু থাকবে শ্রমিক স্পেশালসহ অন্যান্য বিশেষ রেল পরিষেবা । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, ট্রেনে ওঠার আগে সমস্ত যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হবে । যদি ভাইরাসের কোনও উপসর্গ ওই ব্যক্তির শরীরে দেখা না যায়, তবেই তাঁকে ট্রেনে উঠতে দেওয়া হবে ।

স্বাস্থ্যপরীক্ষায় যদি কারও জ্বর বা অন্য কোনও কোরোনার উপসর্গ দেখা দেয়, তবে কনফার্ম টিকিট থাকলেও ওই যাত্রীকে ট্রেনে উঠতে দেওয়া হবে না । সেক্ষেত্রে যাত্রীর টিকিটের পুরো ভাড়া ফেরত দেবে রেল ।

দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে পুরো ভাড়া ফেরত পাওয়া যাবে -

  • যদি একটি PNR নম্বরে একজন যাত্রীরই নাম থাকে, তবে তাঁকে পুরো ভাড়া ফেরত দেওয়া হবে ।
  • একটি PNR নম্বরে একাধিক যাত্রীর ক্ষেত্রে যদি কোনও একজনের শরীরে উপসর্গ দেখা দেয়, এবং যদি বাকিরাও সেক্ষেত্রে ট্রেনে না যান, তবে পুরো ভাড়া ফেরত দেবে রেল ।
  • একটি PNR নম্বরে একাধিক যাত্রীর ক্ষেত্রে যদি কোনও একজনের শরীরে উপসর্গ দেখা দেয়, এবং যদি বাকিরা ট্রেনে যেতে চান, তবে শুধুমাত্র ওই একজনেরই টিকিটের ভাড়া ফেরত দেবে রেল ।
    রেলমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি

ABOUT THE AUTHOR

...view details