পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অস্ট্রেলিয়ায় সুটকেসের ভিতর ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ - arrest

নিখোঁজ হওয়ার একদিন পর গাড়ির মধ্যে সুটকেসের মধ্যে ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল ভারতীয় বংশোদ্ভূত দন্ত চিকিৎসকের। মৃতের নাম পৃথী রেড্ডি (৩২)।

পৃথী রেড্ডি

By

Published : Mar 6, 2019, 1:08 PM IST

মেলবোর্ন, ৬ মার্চ : নিখোঁজ হওয়ার একদিন পর গাড়ির মধ্যে সুটকেসের মধ্যে ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল ভারতীয় বংশোদ্ভূত দন্ত চিকিৎসকের। মৃতের নাম পৃথী রেড্ডি (৩২)। নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ জানায়, পূর্ব সিডনির একটি পার্কিংয়ে তাঁর গাড়ি দেখতে পাওয়া যায়। গাড়ির মধ্যে থাকা সুটকেসের ভিতর থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়। দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

রবিবার সিডনির ব্যস্ততম এলাকা থেকে নিখোঁজ হন তিনি। CCTV ফুটেজ অনুযায়ী রবিবার রাতে জর্জ স্ট্রিটের ম্যাকডোনাল্ডের রেস্তরাঁর সামনে শেষবার তাঁকে দেখা গেছিল। জানা গেছে, পৃথী এবং তাঁর প্রেমিক সিডনির মার্কেট স্ট্রিটের একটি হোটেলে ছিলেন। সেন্ট লিওনার্ডসের একটি ডেন্টাল কনফারেন্সে যোগ দিতে এসেছিলেন। রবিবার পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। ফোনে জানান, সিডনিতে প্রাতরাশ সেরে বাড়ির দিকেই রওনা দেবেন তিনি।


গ্লেনব্রুক ডেন্টাল সার্জারির ডেন্টাল অ্যাসিট্যান্ট চেলসি হোমস বলেন, "বৃহস্পতিবার ওর সঙ্গে কথা হয়েছিল। বলেছিল পরের সপ্তাহে দেখা হচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details