পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত মহাসাগরে 7টি চিনা যুদ্ধজাহাজ, নৌবাহিনীর নজরদারিতে ছবি

ভারত মহাসাগরের দক্ষিণাংশে চিনের এই যুদ্ধজাহাজগুলির গতিবিধি লক্ষ্য করা গেছে ৷

চিনা যুদ্ধজাহাজ

By

Published : Sep 16, 2019, 5:02 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর: ভারত মহাসাগরে ফের চিনের নৌবাহিনীর আস্ফালন? জলপথে নজরদারির চেষ্টা চালাচ্ছে নাকি তারা? সম্প্রতি ভারত মহাসাগরে সাতটি যুদ্ধজাহাজ নজরে আসে ভারতীয় নৌবাহিনীর ৷ ভারতের পি-81-অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার নজরদারি বিমানের নজরে ধরা পড়েছে চিনের নৌবাহিনীর এই কার্যকলাপ ৷

ভারত মহাসাগরের দক্ষিণাংশে চিনের এই যুদ্ধজাহাজগুলির গতিবিধি লক্ষ্য করা গেছে ৷ পরে জাহাজগুলি শ্রীলঙ্কার জলসীমার দিকে চলে যায় ৷ চিনের জাহাজগুলির ছবি তুলেছে ভারতের পি-81-অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার নজরদারি বিমান বা স্পাই প্লেন ৷ পরে আদেন উপসাগরের কাছে অবস্থানও বদলায় দুটি জাহাজ, এমনটা সূত্রে জানা গেছে ৷

সূত্র বলছে, ভারত মহাসাগরে দেশের 'উল্লেখযোগ্য অর্থনৈতিক স্থান'-এর পাশ দিয়ে যাওয়ার সময় চিনের যুদ্ধ জাহাজগুলির উপর একটানা নজরদারি করা হয়েছে ভারতের নৌবাহিনীর তরফে ৷ নিজেদের ক্ষমতা প্রদর্শন করতেই চিনা জাহাজগুলির এ ধরনের গতিবিধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

2008 সালে আদেন উপসাগরে জলদস্যুদের সমস্যা শুরু হলে চিনের মালবাহী জাহাজগুলিকে নিরাপত্তা দিতে সে দেশের নৌবাহিনী সেখানে টহল দিতে শুরু করে । চিনের জ্বালানি পণ্যের 75 শতাংশ এই এলাকা দিয়েই রপ্তানি হয় । তবে চিনের যাতায়াত এই এলাকায় বাড়লেও মনে রাখা প্রয়োজন, পালটা ভারতের যুদ্ধজাহাজও কিন্তু এখন দক্ষিণ চিন সাগরে নিয়মিত যাচ্ছে । কোনওভাবেই প্রতিবেশী দেশের অতিরিক্ত শক্তি প্রদর্শনকে হালকাভাবে নিচ্ছে না ভারতীয় নৌবাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details