ভারতীয় নৌসেনার কমান্ডো বাহিনী । মেরিন কমান্ডোজ় । বর্তমানে MARCOS । জঙ্গিদমন হোক বা পণবন্দীদের উদ্ধার, যে কোনও কঠিন কাজে সবসময় তৈরি MARCOS-এর জওয়ানরা । নৌসেনার এই কমান্ডো বাহিনী শুধুমাত্র জলপথেই নয়, আকাশপথে ও স্থলপথেও সমান দক্ষ ।
1987 সালের ফেব্রুয়ারি মাসে এই বাহিনী গঠিত হয় । প্রধান কার্যালয় বিশাখাপটনমে । মেরিন কমান্ডোজ়-এর বেস ক্যাম্প রয়েছে মুম্বই, বিশাখাপটনম, গোয়া, কোচি ও পোর্ট ব্লেয়ারের নৌসেনা ছাউনিতে ।
ভারতীয় নৌসেনার কমান্ডো বাহিনী 1987 সালে তৈরি হলেও তখনও পর্যন্ত MARCOS নামকরণ হয়নি । 1991 সালে বাহিনীর নাম দেওয়া হয় মেরিন কমান্ডোজ় । পরে তা সংক্ষিপ্ত করে নামকরণ করা হয় MARCOS । বাহিনীর মোটো "দ্য ফিউ, দ্য ফিয়ারলেস।'' মোটো থেকেই বোঝা যায়, এই বাহিনী কতটা শক্তিধর । ভারতীয় জলসীমার অতন্দ্র প্রহরী MARCOS । প্রায় দু-তিন বছর ধরে চলে কঠিন প্রশিক্ষণ । ট্রেনিং চলাকালীন প্রায় 80 শতাংশ আবেদনকারীই হার মানে । বাকি যে 20 শতাংশ থেকে যান, তাঁরা হন MARCOS, মেরিন কমান্ডোজ় । প্রশিক্ষণের মধ্যে থাকে লং মার্চ থেকে অস্ত্রের প্রশিক্ষণ, সবই । কীভাবে রাতের পর রাত, দিনের পর দিন, জেগে কাটাতে হয়, সেই প্রশিক্ষণও দেওয়া হয় এই ট্রেনিং চলাকালীন ।
আরও পড়ুন :ঘণ্টায় 310 কিলোমিটার গতিতে ছুটতে পারে চিনুক