পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতীয় জলসীমায় চিনা সেনার জাহাজ, ফেরত পাঠাল নৌসেনা - ভারতীয় জলসীমা

ভারতীয় জলসীমা থেকে চিনের নৌসেনার জাহাজকে ফেরত পাঠাল ভারতীয় নৌসেনা ৷ ভৌগোলিক অবস্থানের কারণে দ্বীপপুঞ্জ এলাকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভালো নজর রাখা সম্ভব ভারতের পক্ষে ৷ চিনা জাহাজটি দ্বীপপুঞ্জের আশপাশের এলাকায় ভারতীয় গতিবিধির উপর নজর রাখার জন্যও ব্যবহার করা হতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল ৷

Indo-China
চিনা জাহাজ

By

Published : Dec 3, 2019, 10:23 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : চিনের নৌসেনার জাহাজকে ফেরত পাঠাল ভারতীয় নৌসেনা ৷ আজ আন্দামান সাগরের কাছে ভারতের বিশেষ অর্থনৈতিক জলসীমার (এক্সক্লুসিভ ইকোনমিক জ়োন) মধ্যে ঢুকে পড়েছিল চিনা লাল ফৌজের এক গবেষণা জাহাজ শি ইয়ান-1 ৷ নৌসেনা সূত্রে আজ এমনই জানানো হয়েছে ৷

ভৌগোলিক অবস্থানের কারণে দ্বীপপুঞ্জ এলাকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভালো নজর রাখা সম্ভব ভারতের পক্ষে ৷ জাহাজটি দ্বীপপুঞ্জের আশেপাশের এলাকায় ভারতীয় গতিবিধির উপর নজর রাখার জন্যও ব্যবহার করা হতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল ৷

ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং আজ বলেন, " এই বিশেষ জলসীমা কেউ ব্যবহার করতে চাইলে ভারতীয় নৌসেনাকে আগে জানানো দরকার ৷ " বিনা অনুমতিতে জলসীমার মধ্যে ঢুকে পড়ার জন্য ওই চিনা জাহাজকে ফেরত যেতে বাধ্য করল ভারতীয় নৌসেনা ৷

"আমাদের জলসীমার মধ্যে কেউ কাজ করতেই পারেন ৷ কিন্তু তার জন্য উপযুক্ত অনুমতি থাকা প্রয়োজন ৷" সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ বলেন অ্যাডমিরাল করমবীর সিং ৷ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে চিনা নৌসেনার গবেষণা জাহাজ শি ইয়ান-1 ৷ নৌসেনার নজরদারি বিমানে প্রথম ধরা পড়ে বিষয়টি ৷

আইন অনুসারে ভারতীয় জলসীমা অন্য কোনও দেশ গবেষণার কাজে ব্যবহার করতে পারে না ৷ এই কারণেই খবর পেয়েই চিনা জাহাজকে এলাকাছাড়া করে ভারতীয় নৌসেনা ৷ জানা গেছে, ভারতীয় নৌসেনা থেকে সতর্ক করার পরেই চিনা গবেষণা জাহাজটি অভিমুখ পালটায় ৷ গতিপথ বদলে সম্ভবত চিনের দিকে রওনা হয়েছে শি ইয়ান-1 ৷

ABOUT THE AUTHOR

...view details