দিল্লি, 30 ডিসেম্বর : ফেসবুক নিষিদ্ধ করল ভারতীয় নৌবাহিনী ৷ তবে শুধু ফেসবুকই নয় একই সঙ্গে নৌসেনা ঘাঁটিতে নিষিদ্ধ করা হল স্মার্ট ফোনের ব্যবহারও ৷
স্মার্ট ফোন, ফেসবুক, ব্লগিং, ই-কমার্স সাইটে নিষেধাজ্ঞা নৌসেনা ঘাঁটিতে - ভারতীয় নৌবাহিনী
শত্রুপক্ষকে তথ্য প্রাচারের সময় হাতেনাতে ধরা পরে সাত জন অফিসার ৷ তারপরই আজ সোশাল মিডিয়া ও স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাঞ্জা জারি করল নৌসেনা ৷
![স্মার্ট ফোন, ফেসবুক, ব্লগিং, ই-কমার্স সাইটে নিষেধাজ্ঞা নৌসেনা ঘাঁটিতে image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5535792-thumbnail-3x2-h.jpg)
নৌবাহিনীতে নিষিদ্ধ ফেসবুক
সোশাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য শত্রুপক্ষের গোয়েন্দা বিভাগকে পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে সাত জন অফিসার ৷ তারপরই আজ এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে নৌসেনা ৷
নৌসেনার কোনও অফিসারই আর ফেসবুক করতে পারবেন না ৷ এমনকি ব্যবহার করতে পারবেন না কোনও ম্যাসেজিং অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক ও ব্লগিং, কনটেন্ট শেয়ারিং, ই-কমার্স অ্যাপ্লিকেশনও ৷ স্মার্ট ফোনও ব্যবহার করা যাবে না নৌসেনা ঘাঁটি, ডকইয়ার্ড ও যুদ্ধজাহাজে ৷