পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আমফানের জেরে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা - আমফানের জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকারকে ইতিমধ্যে সতর্ক করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । এবার আমফানের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ।

Rain
বৃষ্টিপাত

By

Published : May 18, 2020, 2:05 PM IST

দিল্লি ও কলকাতা, 18 মে : আগামী 12 ঘণ্টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে আমফান । ইতিমধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । এবার আমফানের জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গঙ্গার উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আর কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে ।

অন্যদিকে 20 মে(বুধবার) পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতাসহ বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আর কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।

ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আমফান । যা আপাতত দিঘার দক্ষিণ ও দক্ষিণ- পশ্চিম থেকে 1100 কিলোমিটার দূরে অবস্থান করছে । আগামী ছ'ঘণ্টায় শক্তিশালী হবে এটি । 12 ঘণ্টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ।

এদিকে আমফানের সতর্কতায় গতকাল থেকেই দিঘায় মাইকিং শুরু হয়েছে । স্থানীয় বাসিন্দা থেকে মৎস্যজীবী সকলকে সতর্ক করা হচ্ছে । তবে, লকডাউনের জেরে বর্তমানে পর্যটক না থাকায় ও দোকানপাট বন্ধ থাকায় খানিকটা স্বস্তিতে প্রশাসন ।

ABOUT THE AUTHOR

...view details