নিউইয়র্ক , 26 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের 75 তম সাধারণ অধিবেশনে ইমরান খানের বক্তৃতা শুরুর সঙ্গে সঙ্গে অধিবেশনকক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন ভারতের প্রতিনিধি মিজিতো ভিনিতো ৷ ইমরান খান তাঁর বক্তৃতায় ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেন ৷ ইমরান খানের এই বক্তব্যকে নিম্নমানের কূটনীতি বলে উল্লেখ করেছেন রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি ৷
এই বিষয়ে টি এস তিরুমূর্তি টুইটারে লেখেন, ইমরান খানের বক্তব্য একটি নিম্নমানের কূটনীতি ৷ ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার , ব্যক্তিগত আক্রমণ জারি রেখেছে পাকিস্তান ৷ বক্তৃতায় জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার উপস্থিতি, সেখানে সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে বলেছেন ৷ ইমরান খানের পূর্বে রেকর্ড করা এই বক্তৃতার শুরুর সময় হল থেকে বেরিয়ে এসেছিলেন ভারতীয় প্রতিনিধি মিজিতো ভিনিতো ৷