দিল্লি, 2 জানুয়ারি : চিনকে আরও চাপে রাখতে নতুন পদক্ষেপ করল ভারতীয় সেনাবাহিনী। লাদাখের প্যাংগং লেকে নজরদারি চালাতে সমরাস্ত্র সজ্জিত বোট কেনার পরিকল্পনা করেছে সেনা। ওই বোটে পাঠানো যাবে জওয়ানদেরও। এই নিয়ে গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে 2021 এর প্রথম দিনেই একটি চুক্তি করল সেনা। ওই চুক্তি অনুযায়ী, 12টি সমরাস্ত্র সজ্জিত বোট সেনাকে তৈরি করে দেবে গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এই বছর মে মাসের মধ্যেই ওই বোটগুলি হাতে পাবে সেনা।
একজন সেনা আধিকারিক জানিয়েছেন, সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগ এই বোট পরিচালনার দায়িত্বে থাকবে। প্যাংগং লেকেই মূলত নজরদারি চালানো হবে। প্রয়োজনে লেকের উচ্চতা যেখানে বেশি সেখানেও নজরদারি চালানো যাবে। এই বোটের সামনে ও পিছনের দিকে বন্দুক ব্যবহার করার জায়গা থাকবে।