পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হারিয়ে ফেলেছিলেন রাস্তা, 3 চিনা নাগরিককে সাহায্য ভারতীয় সেনার

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সেনার মধ্যে এখনও উত্তেজনার আবহ । চিনের আগ্রাসনে ক্ষুব্ধ ভারত । এই পরিস্থিতিতে দেশে একের পর এক চিনা অ্যাপ বন্ধও করা হয়েছে । দীর্ঘ কয়েক মাস ধরে এই খারাপ পরিস্থিতির মধ্যেও মানবিকতার নজির গড়ল ভারতীয় সেনা । উত্তর সিকিমে অসহায় 3 চিনা নাগরিকের সাহায্যে এগিয়ে এলেন জওয়ানরা ।

INDIAN ARMY
চিনা নাগরিকদের খাবার দিচ্ছেন জওয়ান

By

Published : Sep 5, 2020, 5:45 PM IST

গ্যাংটক, 5 সেপ্টেম্বর : গত কয়েক মাস ধরে উত্তপ্ত পূর্ব লাদাখের ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা । সীমান্তে চোখে চোখে রেখে দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সেনা । এরই মধ্যে আজ অরুণাচল প্রদেশে ইন্দো-চিন সীমান্তবর্তী এলাকা থেকে 5 ভারতীয়কে অপরহণের অভিযোগ তোলেন অরুণাচল প্রদেশের বিধায়ক নাইনং এরিং । আর এমন সময়েই মানবিকতার নজির গড়ল ভারতীয় সেনাবাহিনী । উত্তর সিকিমে রাস্তা হারিয়ে ফেলা তিন চিনা নাগরিককে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতীয় জওয়ানরা । তাঁদের খাবার, অক্সিজ়েন, গরম জামা-কাপড় দেওয়ার পাশাপাশি রাস্তা খুঁজতেও সাহায্য করে ভারতীয় সেনা ।

3 সেপ্টেম্বর উত্তর সিকিমের প্রায় 17,500 ফুট উচ্চতায় অবস্থিত মালভূমিতে রাস্তা হারিয়ে ভারতের দিকে চলে আসেন এক মহিলাসহ তিন চিনা নাগরিক । সেখানেই তাঁদের রাস্তায় আটকায় ভারতীয় সেনা । জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁরা রাস্তা হারিয়ে ফেলেছেন । জ়িরো ডিগ্রি তাপমাত্রায় অসুস্থ বোধ করেন তাঁরা । তা জানা মাত্রই চিনা নাগরিকদের সাহায্য করেন জওয়ানরা । তাঁদের জন্য গরম কাপড়, খাবার, ওষুধ ও অক্সিজেনের ব্যবস্থা করা হয় । সুস্থ হয়ে উঠলে, চিনা নাগরিকদের সঠিক রাস্তা বুঝিয়ে দেন ভারতীয় জওয়ানরা । এমন দুর্গম জায়গায় অসহায় পরিস্থিতে সাহায্য পেয়ে ভারত ও ভারতীয় সেনাকে কৃতজ্ঞতা জানান চিনা নাগরিকরা । আজ ভারতীয় সেনার তরফে একথা টুইট করে জানানো হয় ।

জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনার মধ্যে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । হতাহতের খবর রয়েছে লাল ফৌজেও । দীর্ঘ 45 বছর পর দুই দেশের সংঘর্ষে মৃত্যুর এই ঘটনার আঁচ এখনও অব্যাহত LAC-তে । দুই দেশই সেনা বাড়িয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশের কূটনৈতিক ও সেনা পর্যায়ে দফায় দফায় চলছে বৈঠক । এমনকী শুক্রবার মস্কোয় দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বৈঠক হয় । তবে এখনও কোনও বৈঠক থেকেই সমস্যার সমাধান সূত্র মেলেনি । দুই দেশই তাদের অবস্থানে অনড় । এমন সময় উত্তর সিকিমের এই ঘটনায় কাঁটাতারের গণ্ডি ভুলে মানবতাকে এগিয়ে রেখে দেশবাসীর প্রশংসা কুড়িয়েছে ভারতীয় সেনা ।

ABOUT THE AUTHOR

...view details