কার্গিলে পাকিস্তানি সেনা সুরক্ষিত জায়গায় ছিল ৷ কিন্তু ভারতীয় সেনাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ৷ প্রথমে ছিল ভৌগোলিক অবস্থান...
ভৌগোলিক অবস্থানগত চ্যালেঞ্জ
- কার্গিলের পর্বত শৃঙ্গ 18 থেকে 21 হাজার ফুট উঁচুতে, সেখানে উপত্যকা 10 থেকে 11 হাজার ফুট উঁচুতে
- প্রায় সমগ্র কার্গিল পর্বতের ঢাল অত্যন্ত খাড়াই এবং এই জায়গায় শত্রুর মোকাবিলা করা বেশ চ্যালেঞ্জিং
- কার্গিলের মাটি আলগা এবং চলতে গেলে প্রত্যেক পদক্ষেপে নুড়ি ও পাথর খসে পড়ে
- গ্রীষ্মের সময় গাছপালার অভাব থাকায় নিজেদের বাঁচানোর সুযোগ কম ৷ এর ফলে অনেক বেশি হতাহতের সম্ভাবনা থেকে যায়
- কারগিলের ভৌগোলিক অবস্থান সেনার দক্ষতার উপর যথেষ্ট প্রভাব ফেলে ৷ প্রতিপক্ষকে অসুবিধায় ফেলে আত্মরক্ষা সুবিধা হয়
আবহাওয়া ও সেনার উপর তার প্রভাব
- ঠাণ্ডা ও তার সঙ্গে হাওয়া এবং অসম পাহাড়ে টিকে থাকা যথেষ্ট কষ্টকর
- কারগিলের প্রত্যেক 100 মিটার উচ্চতায় এক ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমতে থাকে ৷ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে তাপমাত্রা অত্যধিক কম
- বিশ্বের দ্বিতীয় শীতলতম জায়গা কারগিল ৷ শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস 60 ডিগ্রি সেন্টিগ্রেডে ৷ এত উচ্চতায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি
- কনকনে ঠাণ্ডা হাওয়া এবং সুমেরুর মতো আবহাওয়া পর্যটকদের কাছে কারগিলকে ‘‘ঠাণ্ডা মরুভূমি’’-তে পরিণত করেছে
- অধিক উচ্চতা এবং মাইনাস তাপমাত্রার প্রভাব সেনা ও যুদ্ধের সরঞ্জামের উপর পড়ে ৷ অক্সিজেনের অভাব থাকায় অসুস্থ হয়ে পড়তে পারেন সেনা জওয়ানরা
- কার্গিলের আবহাওয়ায় মৃত্যুর ঘটনা ঘটে এবং জওয়ানদের মনোবল ভেঙে দিতে পারে ৷ বাতাসের চাপ কম থাকায় যুদ্ধ বিমান চালানো এবং অন্যান্য অস্ত্রের ব্যবহারে সমস্যা হয়
পর্বতের উচ্চতায় অসুস্থতা
- হাইপোক্সিয়া- পাঁচ হাজার ফুট উচ্চতায় রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে ৷ পাহাড়ি এলাকায় অধিক উচ্চতায় সবথেকে বেশি যে শারীরিক সমস্যা হয়, তা হল অ্যাকিউট মাউন্টেন সিকনেস (AMS)
- সুদ্রপৃষ্ঠের থেকে আট হাজার ফুট উচ্চতায় যখন সেনা জওয়ানরা কর্তব্যে ব্যস্ত থাকেন, তখন তাঁদের শরীরে হাই অল্টিটিউড প্রাইমারি এডিমা (HAPE) এবং সেরিব্রাল এডিমা (HACE)-র মতো সমস্যা দেখা দেয়
- HAPE-এর কারণে ফুসফুসে এক ধরনের ফ্লুইড জমা হয়, যার ফলে মানুষের মৃত্যু হয়
- এছাড়া মাথা ব্যাথা ও সর্দি, দুর্বল পেশি, ক্লান্তি এবং হজম ক্ষমতা কমে যাওয়ার সমস্যা দেখা দেয়
কারগিলের উচ্চতায় প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে ভারতীয় সেনা জওয়ানরা সদা জাগ্রত ৷ 1999 সালে ভারতীয় সেনার বিপক্ষে শুধু পাকিস্তান নয়, প্রকৃতিও বাধা হয়ে দাঁড়িয়েছিল ৷ কিন্তু সব বাধা অতিক্রম করে কার্গিলে জয়ী হয় ভারতীয় সেনা ৷