ইসলামাবাদ, 12 সেপ্টেম্বর : আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় অনুযায়ী চলতি মাসেই কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দিয়েছিল পাকিস্তান ৷ কিন্তু, দ্বিতীয়বার তাঁকে আর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না ৷ আজ একথা জানান পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল ৷
কুলভূষণকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয়েছিল ভারত । 17 জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ । ভারতের দাবি মেনে পাকিস্তানকে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় । এরপর 2 অগাস্ট কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেয় ইসলামাবাদ ৷ কিন্তু, তা কার্যকরী ও বিধিনিষেধহীন হওয়ার দাবি জানায় ভারত ৷ শেষপর্যন্ত পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, সেই রায় মেনে দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করা হবে ৷
এই সংক্রান্ত আরও খবর :ICJ-র রায়ের পর খুশির হাওয়া কুলভূষণ যাদবের বাড়িতে