পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

G7 সম্প্রসারণে অ্যামেরিকার সঙ্গে কাজ করে ভারত খুশি হবে, মন্তব্য ভারতীয় রাষ্ট্রদূতের - America President

2 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের বিভিন্ন ইশু নিয়ে ফোনে কথা হয়েছিল । যার মধ্যে G7 প্রসঙ্গ উথ্থাপিত হয়েছিল । সেই বিষয়ে সোমবার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু এমন কথা বলেন ।

America
তরণজিৎ সিং সান্ধু

By

Published : Jun 9, 2020, 8:37 AM IST

Updated : Jun 9, 2020, 12:58 PM IST

ওয়াশিংটন , 9 জুন : কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছিল । সেই সূত্র ধরেই সোমবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামেরিকায় যুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু বলেন , "দুই নেতাই প্রতিদিন একে অপরের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে যুক্ত আছেন । 2 জুন তাদের মধ্যে কথাবার্তা হয় । সেখানে অন্যান্য বিষয় ছাড়াও G7 সম্পর্কিত দুটি বিষয়ে কথা হয় । এক , প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামিটে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন । দুই , তিনি G7 প্রসারিত করার ইচ্ছাও ভাগ করে নিয়েছিলেন । এই দুই বিষয়ের উপর ভিত্তি করে ভারত অ্যামেরিকার সঙ্গে কাজ করে খুশি হবেন । "

প্রসঙ্গত , 2 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অ্যামেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ইশু নিয়ে ফোনে কথা হয়েছিল । যার মধ্যে G7 প্রসঙ্গ উথ্থাপিত হয়েছিল ।

নরেন্দ্র মোদি অ্যামেরিকা প্রেসিডেন্টের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন । শোনা যাচ্ছে , তিনি আগামী সেপ্টেম্বর মাসে অ্যামেরিকায় যেতে পারেন । তবে দিনক্ষণ এখনও স্থির হয়নি । এমনটাই জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু ।

Last Updated : Jun 9, 2020, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details