পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রাম্পের স্বাগতকে স্মরণীয় করতে উদ্যোগী মোদি - অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প

24 ও 25 ফেব্রুয়ারি ভারতে আসছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে । টুইটে নরেন্দ্র মোদি জানান, ট্রাম্পের স্বাগতকে স্মরণীয় করে রাখা হবে।

ছবি
ছবি

By

Published : Feb 12, 2020, 1:30 PM IST

Updated : Feb 12, 2020, 3:20 PM IST

দিল্লি, 12 ফেব্রুয়ারি : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে । আজ তা নিয়ে টুইটে মোদি জানান, ট্রাম্পের স্বাগতকে স্মরণীয় করে রাখা হবে।

সফর প্রসঙ্গে গতকাল ডোনাল্ড ট্রাম্প জানান, আহমেদাবাদে প্রায় পঞ্চাশ থেকে সত্তর লাখ মানুষ তাঁকে স্বাগত জানাবেন । হোয়াইট হাউজ়ে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, "এই মাসের শেষের দিকে ভারত যাচ্ছি । নরেন্দ্র মোদি বলেছিলেন লাখ-লাখ মানুষ স্বাগত জানাবেন । আশা করছি, বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে সত্তর লাখ মানুষ স্বাগত জানাবেন ।"

এরপরই আজ টুইটে মোদি জানান, এই সফর খুব গুরুত্বপূর্ণ । ভারত-অ্যামেরিকার বন্ধুত্বকে দৃঢ় করবে ৷ তা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। গণতন্ত্র ও বহুত্ববাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ । দুই দেশ বহু ইশুতে একে অন্যকে সহযোগিতা করছে। দুই দেশের এই দৃঢ় বন্ধুত্ব কেবল আমাদের নাগরিকদের জন্য নয়, সারা বিশ্বের মঙ্গলের জন্য।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, এই মাসের 24 ও 25 তারিখ সস্ত্রীক ভারত সফরে আসছেন ট্রাম্প। যার রূপরেখা তৈরি হয়েছিল গতবছর সেপ্টেম্বরের হাউডি মোদির অনুষ্ঠানে । বিশ্বে ভারত ও অ্যামেরিকার কূটনৈতিক অংশীদারিত্ব এবং দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করতেই এই সফর বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।

Last Updated : Feb 12, 2020, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details