দিল্লি, 23 জুন : লাদাখ সীমান্তে চিন-ভারত উত্তেজনা জারি । 15 জুন গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনা সংঘর্ষে ভারতের 20 জন জওয়ান শহিদ হয়েছেন । পরিস্থিতির সামাল দিতে দুই দেশের সেনা পর্যায়ে ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে । এর মাঝেই অ্যামেরিকা থেকে M777 হাউইতজ়ারের জন্য গোলা-বারুদের অর্ডার দিতে চলেছে ভারত । প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এমনই ।
প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক সূত্রে খবর, পূর্ব লাদাখ সীমান্তে মোতায়েন সেনা জওয়ানদের আরও শক্তিশালী করা হচ্ছে । তাদের হাতে আগে থেকেই M 777 রয়েছে । এবার সেই M 777 হাউইতজ়ারের জন্য গোলা-বারুদের অর্ডার দিতে চলেছে ভারত । তারই পরিকল্পনা চলছে । দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকার অস্ত্র কেনার জন্য সেনা খাতে একটি বড় অর্থ প্যাকেজে মঞ্জুরি দিয়েছে । এর জেরে 500 কোটির মধ্যে যে কোনও অস্ত্রসামগ্রী বা সরঞ্জাম কিনতে পারে সেনা । সেই সূত্র ধরেই এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে । উল্লেখ্য, বালাকোট অভিযানের পর গতবছর মে-জুন মাসে গোলাবারুদের অর্ডার দিয়েছিল ভারত ।