পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অরুণাচলে যুদ্ধমহড়ায় M777 হাউৎজ়ার ও "চিনুক" চপার - india

ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণের জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করা হবে ৷ সেনার এক সিনিয়র অফিসার সংবাদসংস্থাকে জানায়, যুদ্ধের মহড়ার সময় 17 টি কর্পসকে আক্রমণের সুবিধার্থে M777 আলট্রা লাইট হাউৎজ়ার সরবরাহ করা হবে এবং তাদের তুলনামূলকভাবে হালকা বন্দুক দেওয়া হবে ৷

অরুণাচলে যুদ্ধমহড়ায় M777 হাউৎজ়ার ও "চিনুক" চপার

By

Published : Sep 13, 2019, 3:32 PM IST

দিল্লি, 13 সেপ্টেম্বর : অ্যামেরিকা থেকে আনা M777 আলট্রা লাইট হাউৎজ়ার ও ভারী-উত্তোলক "চিনুক" হেলিকপ্টার পরীক্ষামূলক যুদ্ধমহড়ায় ব্যবহারের পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী ৷ অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্তের কাছে করা হবে এই পরীক্ষা ৷ অরুণাচলে নতুন তৈরি হওয়া 17 টি মাউন্টেন স্ট্রাইক কর্পসের যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা দেখতে এই পরীক্ষা হবে ৷ 6 মাস ধরে এই যুদ্ধমহড়ার পরিকল্পনা করছে বায়ুসেনার ইস্টার্ন রিজিয়ন ৷ দায়িত্বে থাকবে মূলত পানাগড়ের 17 টি স্টাইক কর্পস এবং তেজ়পুরের 8 টি কর্পস ৷

ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণের জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করা হবে ৷ সেনার এক সিনিয়র অফিসার সংবাদসংস্থাকে জানায়, যুদ্ধের মহড়ার সময় 17 টি কর্পসকে আক্রমণের সুবিধার্থে M777 আলট্রা লাইট হাউৎজ়ার সরবরাহ করা হবে এবং তাদের তুলনামূলকভাবে হালকা বন্দুক দেওয়া হবে ৷

অন্যদিকে, যুদ্ধের মহড়ার জন্য পরীক্ষামূলক ব্যবহার করা হবে অ্যামেরিকা থেকে আনা "চিনুক" ৷ ভারী জিনিস তোলার ক্ষমতাসম্পন্ন এই চপার চলতি বছরের 25 মার্চ চণ্ডীগড় এয়ারবেসে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় ৷ এর আগে উত্তর-পূর্ব বায়ুসেনায় এই চপার কখনও ব্যবহার করা হয়নি ৷ সেকারণে এই যুদ্ধমহড়ায় এই হেলিকপ্টার ব্যবহারেরও পরিকল্পনা করা হয়েছে ৷

নাসিকের দেওলালিতে k 9 বজ্রা ও ধানুস হাউৎজ়ারের সঙ্গেই M777 আলট্রা লাইট হাউৎজ়ার আনা হয় ভারতে ৷ মোট 145 টি M777 হাউৎজ়ারের বায়ুসেনায় অন্তর্ভুক্তি হয় ৷ এই M777 হাউৎজ়ারগুলি ওজনে হালকা হওয়ায় ও "চিনুকের" নিক্ষেপ করার সুবিধা থাকায় মূলত লাদাখ ও অরুণাচলের পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য ব্যবহার করা হবে ৷ দেশের মূলত পূর্বাঞ্চলে বায়ুসেনার 5 হাজারেরও বেশি কর্পসকে যুদ্ধকালীন মহড়ায় এই অস্ত্রের অনুশীলন দেওয়া হবে ৷

পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকে সেনাবাহিনী অরুণাচলে তাদের যুদ্ধক্ষেত্রে পৌঁছতে C-17, C-130J সুপার হারকিউলিস এবং দি AN-32 বিমান ব্যবহার করবে ৷ সূত্রের খবর, মহড়ায় তেজ়পুরের 8 টি কর্পস তাদের টেরিটরি রক্ষার জন্য পার্বত্যে থাকবে ৷ অন্যদিকে, বাকি 17 টি মাউন্টেন স্ট্রাইক কর্পস (2500 টিরও বেশি সেনাদল) তাদের বিরুদ্ধে হামলা অভিযান চালাবে ৷

চিনের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাউন্টেন স্ট্রাইক কর্পসকে আরও ভালোভাবে কার্যকর করার জন্য সেনাপ্রধান বিপিন রাওয়াত সেনাদলগুলিকে ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপে (IBGs) ভাগ করবেন ৷ সূত্রের খবর, ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ তৈরির পর তাদের ভাগ করা হবে দক্ষ ও অপেক্ষাকৃত দুর্বল দলে ৷ এই ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ সাধারণ বিভাগের থেকে ছোটো হবে, থাকবে ট্যাঙ্ক রেজিমেন্ট, আর্টিলারি, ইঞ্জিনিয়র ও সিগনাল বিশেষজ্ঞ ৷ একটি গ্রুপে থাকবে মোট 6 টি ব্যাটেলিয়ন যা একটি কর্পসের সরাসরি অধীনে থাকবে ৷

For All Latest Updates

TAGGED:

indiachina

ABOUT THE AUTHOR

...view details