পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক - 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার

লক্ষ্য 2022 এর মধ্যে দেশকে প্লাস্টিকমুক্ত করা ৷ 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক সামগ্রী ৷

ছবিটি প্রতীকী

By

Published : Aug 29, 2019, 1:53 PM IST

দিল্লি, 29 অগাস্ট : 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে একবারের জন্য ব্যবহার যোগ্য (সিঙ্গল-ইউজ়) প্লাস্টিকের ব্যাগ, কাপ এবং স্ট্র ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য 2022 সালের মধ্যে দেশকে প্লাস্টিক মুক্ত করা ৷ এবছর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণ ও সরকারি সংস্থাগুলিকে এই লক্ষ্যে প্রথম বড় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ৷

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে মূলত 6 টি প্লাস্টিকের তৈরি সামগ্রীর ব্যবহার বন্ধ করতে প্রচার অভিযান চালানো হবে ৷ এর মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, প্লেট, ছোটো বোতল, স্ট্র এবং স্যাশে ৷ এক সরকারি আধিকারিক বলেন, "প্লাস্টিক সামগ্রীর উৎপাদন, ব্যবহার এবং আমদানিও নিষেধাজ্ঞার আওতায় পড়বে ৷ "

প্লাস্টিক দূষণ নিয়ে সম্প্রতি উদ্বিগ্ন বিশ্ব ৷ আর এই দূষণের জন্য মূলত দায়ি সিঙ্গেল-ইউজ় প্লাস্টিক ৷

কিন্তু কী এই সিঙ্গেল-ইউজ় প্লাস্টিক ?

এর মধ্যে পড়ে মূলত একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হয় এমন প্লাস্টিক সামগ্রী ৷ এর জেরে দূষণ ছড়াচ্ছে সমুদ্রে ৷ কারণ 50 শতাংশ সিঙ্গল-ইউজ় প্লাস্টিক গিয়ে জমা হয় সমুদ্রে ৷ এর জেরে ক্ষতিগ্রস্ত সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ জগৎ৷ সংকটে সামুদ্রিক বাস্তুতন্ত্র ৷

2021 সালের মধ্যে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পদক্ষেপ নিয়েছে ইউরোপিয়ন ইউনিয়ন ৷ স্ট্র, ফোর্ক, ছুরি ও কটন বাডস নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে ৷ চিনেও সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সেখানে হাইনানে 2025-এর মধ্যে পুরোপুরি সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে ৷

এক সরকারি আধিকারিক জানান, প্রাথমিকভাবে 6 মাস সময় দেওয়া হবে, যাতে মানুষ প্লাস্টিকের বিকল্প সামগ্রীর ব্যবহার শুরু করে ৷ তারপরও যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করা হয় তাহলে জরিমানা করা হবে ৷ কিছু রাজ্যে ইতিমধ্যেই পুরোপুরি পলিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে ৷ ই-কমার্স কম্পানিগুলিকেও প্যাকেজিং-এর ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details