দিল্লি, 14 নভেম্বর : জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর পাকিস্তানি সেনার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল ভারত ৷ আজ পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করা হয়েছে ৷ পাকিস্তানকে সতর্ক করে ভারত বলেছে, এইভাবে গুলি চালানো আসলে সন্ত্রাসীদের দ্বারা সীমান্তে অনুপ্রবেশকে সমর্থন করা। পাকিস্তান সেনার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার একদিন পরই পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান আফতাব হাসান খানকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে। এই ঘটনায় চার বেসামরিক নাগরিক এবং পাঁচজন নিরাপত্তা কর্মীসহ নয় জন ভারতীয় নিহত হয়েছেন ৷ আত্মরক্ষায় ভারতীয় সেনার পাল্টা গুলি চালালে কমকরে এগার জন পাকিস্তানি সেনা নিহত হয় ৷ এবং আরও 16 জন আহত হয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।
বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার একাধিক সেক্টরে পাকিস্তানি সেনা বিনা প্ররোচনায় সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৷ এই ঘটনায় পাকিস্তানি হাইকমিশনারের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয় ৷ এভাবে যুদ্ধবিরোধী লঙ্ঘনের ফলে চার নিরীহ বেসামরিক নাগরিক মারা গিয়েছেন এবং 19 জনকে গুরুতর আহত হয়েছে ৷ এই বিবৃতিতে আরও বলা হয়, "ভারত কঠোর ভাষায় পাকিস্তানি বাহিনী দ্বারা নিরীহ বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার জন্য নিন্দা জানায়।"