পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের হাইকমিশনারকে কড়া বার্তা ভারতের - ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

পাকিস্তানি সেনার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল ভারত ৷ পাকিস্তানের হাইকমিশনারকে আজ তলব করে কড়া ভাযায় নিন্দা করেছে ভারত ৷ একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষির চুক্তিকেও ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে স্মরণ করিয়ে দেওয়া হয় ৷

india summons charge daffaires of pak
পাকিস্তানের হাইকমিশনারকে তলব করল ভারত

By

Published : Nov 14, 2020, 11:09 PM IST

Updated : Nov 15, 2020, 8:31 AM IST

দিল্লি, 14 নভেম্বর : জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর পাকিস্তানি সেনার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল ভারত ৷ আজ পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করা হয়েছে ৷ পাকিস্তানকে সতর্ক করে ভারত বলেছে, এইভাবে গুলি চালানো আসলে সন্ত্রাসীদের দ্বারা সীমান্তে অনুপ্রবেশকে সমর্থন করা। পাকিস্তান সেনার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার একদিন পরই পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান আফতাব হাসান খানকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে। এই ঘটনায় চার বেসামরিক নাগরিক এবং পাঁচজন নিরাপত্তা কর্মীসহ নয় জন ভারতীয় নিহত হয়েছেন ৷ আত্মরক্ষায় ভারতীয় সেনার পাল্টা গুলি চালালে কমকরে এগার জন পাকিস্তানি সেনা নিহত হয় ৷ এবং আরও 16 জন আহত হয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।

বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার একাধিক সেক্টরে পাকিস্তানি সেনা বিনা প্ররোচনায় সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৷ এই ঘটনায় পাকিস্তানি হাইকমিশনারের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয় ৷ এভাবে যুদ্ধবিরোধী লঙ্ঘনের ফলে চার নিরীহ বেসামরিক নাগরিক মারা গিয়েছেন এবং 19 জনকে গুরুতর আহত হয়েছে ৷ এই বিবৃতিতে আরও বলা হয়, "ভারত কঠোর ভাষায় পাকিস্তানি বাহিনী দ্বারা নিরীহ বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার জন্য নিন্দা জানায়।"


এটা অত্যন্ত নিন্দনীয় যে পাকিস্তান ভারতের নিরীহ নাগরিকদের হত্যা করার জন্য একটি উৎসবের পরিবেশকে বেছে নিয়েছে ৷ জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বেসামরিক নাগরিকদের উপর আর্টিলারি এবং মর্টার সহ ভারী ক্যালিবার অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে ৷ এই বিবৃতিতে আরও বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর এভাবে গুলি চালিয়ে পাকিস্তান বারবার সীমান্তে জঙ্গি অনুপ্রবেশকে মদত দিচ্ছে ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত পাকিস্তানকে দ্বিপাক্ষিক চুক্তির কথা স্মরণ করিয়ে দেয় ৷ এই চুক্তিতে বলা হয়েছে, পাকিস্তানতার কোনও অঞ্চলকে কোনওভাবেই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার না করতে দেবে না ৷ যদিও পাকিস্তান বারবার এই চুক্তি লঙ্ঘন করছে ৷

উরি ও গুরেজ সেক্টরে এই হামলার ভারতের পক্ষে পালটা জবাব দেওয়ায় 11 পাকিস্তানি জওয়ান নিহত হয়। তার মধ্যে 2 থেকে 3 জন পাকিস্তানি আর্মি স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো আছে বলে খবর ৷ এছাড়া ভারতীয় সেনার প্রত্যাঘাতে গুরুতর জখম হয়েছেন পাকিস্তানের আরও 16 জওয়ান ৷ পাকিস্তানের আর্মি বাঙ্কার, ফুয়েল ডাম্প এবং লঞ্চ প্যাড ভারতীয় সেনার গুলিতে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা ৷

দিওয়ালির প্রাক্কালে সীমান্তে গুলির লড়াইয়ে LOC র কাছে স্পটলাইটে পরিণত হয়েছিল ৷ ঠিক সেই সময় যখন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LOC) ধরে ভারতীয় ও চিন সেনাবাহিনী আটকে রয়েছে।

Last Updated : Nov 15, 2020, 8:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details