পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্রহ্মোস ক্রুজ মিজ়াইলের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করল ভারত - ফেডারাল স্টেট ইউনারি এন্টারপ্রাইজ

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) PJ-10 প্রকল্পের আওতায় এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয় ৷ এই প্রজেক্টের আওতায় দেশীয় বুস্টার দিয়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় ৷

সুপারসোনিক ব্রহ্মোস ক্ষেপানাস্ত্র
সুপারসোনিক ব্রহ্মোস ক্ষেপানাস্ত্র

By

Published : Sep 30, 2020, 6:47 PM IST

বালাসোর, 30 সেপ্টেম্বর : বর্ধিত পরিসীমার সুপারসোনিক ব্রহ্মোস ক্ষেপাণাস্ত্র সফলভাবে পরীক্ষা করল ভারত ৷ এটি 400 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে ৷

আজকের সফল পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানীদের দলকে অভিনন্দন জানিয়েছেন DRDO চেয়ারম্যান জি সত্যেশ রেড্ডি ৷ তিনি বলেন, এর ফলে সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের আরও দেশীয় প্রযুক্তি ব্যবহারে উৎসাহ পাওয়া যাবে ৷

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) PJ-10 প্রকল্পের আওতায় এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয় ৷ এই প্রজেক্টের আওতায় দেশীয় বুস্টার দিয়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় ৷ এই মিজ়াইলটি ভূমিগত লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হয় ৷

এটি বর্ধিত পরিসীমা ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় সংস্করণ ৷ এটিতে দেশীয় প্রযুক্তির এয়ারফ্রেম এবং বুস্টার ব্যবহার করা হয়েছে ৷ ব্রহ্মোস একটি র‌্যামজেট সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ৷ এটি সাবমেরিন, জাহাজ, ফাইটার জেটস বা ভূমি থেকে উৎক্ষেপণ করা যেতে পারে।এই ক্ষেপণাস্ত্রটি DRDO ও রাশিয়ার ফেডারাল স্টেট ইউনারি এন্টারপ্রাইজ NPO মাশিনোস্ট্রোয়েনিয়া (NPOM) এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।

এর আগে, 24 সেপ্টেম্বর ওডিশার একটি ঘাঁটি থেকে দেশীয় প্রযুক্তিগত ভূমি থেকে ভূমি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী -২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক সফলভাবে উৎক্ষেপণ করে ভারত । অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য চলমান ট্র্যাজেক্টরি ব্যবহার করে ৷

ABOUT THE AUTHOR

...view details