পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাতের পরীক্ষাতে সফল অগ্নি-3 মিজ়াইল - অগ্নি-3 মিসাইল

রাতের প্রথম পরীক্ষাতেই সফল হল ভূমি থেকে ভূমি পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-3 মিজ়াইল ৷

অগ্নি-3 মিসাইল
অগ্নি-3 মিসাইল

By

Published : Dec 1, 2019, 1:07 AM IST

Updated : Dec 1, 2019, 10:28 AM IST

বালাসোর (ওড়িশা), 1 ডিসেম্বর : রাতেও লক্ষ্যভেদ করতে সক্ষম অগ্নি-3 মিজ়াইল ৷ গতকাল রাতে প্রথমবার রাতে অগ্নি-3 মিজ়াইলের উৎক্ষেপণ হয় ৷ আর রাতে প্রথম পরীক্ষাতেই সফল হল ভূমি থেকে ভূমি পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-3 মিজ়াইল ৷

ওড়িশার বালাসোরের এ পি জে আবদুল কালাম দ্বীপে এই পরীক্ষা হয় রাত 7 টা 20 মিনিটে ৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, 1862 মাইল রেঞ্জের মিজ়াইলটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ৷ অগ্নি-3 মিজ়াইল তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) ৷ 2011 সালে সেনাবাহিনীর হাতে অগ্নি-3 মিজ়াইলটি তুলে দেওয়া হয় ৷ মিজ়াইলটির রাতে কার্যক্ষমতা আজ পরীক্ষা হল ৷

এর আগে 16 নভেম্বর অগ্নি-2 মিজ়াইলের রাতে পরীক্ষা হয় ৷ সেই পরীক্ষাও সফল হয় ৷ নিজের লক্ষ্যবস্তুতে আঘাত করে অগ্নি-2 ।

Last Updated : Dec 1, 2019, 10:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details