দিল্লি, 20 জুন : গালওয়ান উপত্যকায় ক্ষমতার দাবি করেছে চিন । আজ ভারতের তরফে চিনের সেই দাবি খারিজ করা হয় । ভারতের তরফে জানানো হয়, চিনের এই দাবি অতিরঞ্জিত । এই ধরনের দাবি কখনওই সমর্থনযোগ্য নয় ।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পূর্ব লাদাখে গালওয়ানে চিনের দাবি সমর্থনযোগ্য নয় । চিনের অতীতের অবস্থানের সঙ্গে এই দাবির কোনও সাঞ্জস্য নেই । তারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করায় ভারতের তরফে উপযুক্ত জবার দেওয়া হয়েছিল ।
অনুরাগ শ্রীবাস্তব বলেন, “গালওয়ান উপত্যকার অবস্থান ঐতিহাসিকভাবে স্পষ্ট । চিনের তরফে করা দাবি গ্রহণযোগ্য নয় । চিনের অতীতের অবস্থানের সঙ্গে বর্তমান দাবির কোনও সামঞ্জস্য নেই ।”
অনুরাগ শ্রীবাস্তবকে ভারত-চিন সীমান্ত দ্বন্দ্ব নিয়েই প্রশ্ন করা হয় । উত্তরে তিনি জানান, ভারতীয় সেনা ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল । গালওয়ান উপত্যকা তাদের জানার বাইরে নয় । মে মাসের মাঝামাঝি থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টা করছে চিন ।