দিল্লি ও কলকাতা, 25 জুন : 1975 সালে আজকের দিনে জারি করা হয় জরুরি অবস্থা । আজ তার 44 তম বর্ষপূর্তিতে জরুরি অবস্থার সমালোচনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটে তিনি লেখেন, "যারা এই জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন তাদের স্যালুট । স্বৈরাচারী মানসিকতা থেকে ভারত বেরিয়ে আসতে পেরেছে ।"
এর পাশাপাশি একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী । যেখানে তিনি বলেন, "জরুরি অবস্থায় অত্যাচার হয়েছিল । যা গণতন্ত্রের জন্য হুমকি ছিল । কিন্তু জরুরি অবস্থাতে দেশ মাথা নত করেনি । ওই দিন দেশকে জেলখানা বানিয়ে দেওয়া হয়েছিল । বাদ যায়নি লোকসভা । বিরোধীদের গলা টিপে দেওয়া হয়েছিল । জয়প্রকাশ নারায়ণকে গ্রেপ্তার করা হয়েছিল । সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল ।"