পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিনের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বে দ্রুত উন্নয়নশীল দেশ ভারত - World's Fastest-Growing Rank, Tying With China

আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, আর্থিক দিক থেকে বিশ্বে দ্রুত উন্নয়নশীল দেশ ভারত ৷ 2020 অর্থবর্ষের মধ্যে উন্নয়নের হার 7.3 শতাংশকে স্পর্শ করবে ৷

ছবি

By

Published : Oct 15, 2019, 10:49 PM IST

Updated : Oct 16, 2019, 3:24 AM IST

নিউইয়র্ক, 15 অক্টোবর : নোট বাতিলের কট্টর সমালোচক ছিলেন তিনি ৷ নোবেলজয়ের পর সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন ভারতের অর্থিক গতিপ্রকৃতি নিয়ে ৷ কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সমীক্ষা রিপোর্ট নিঃসন্দেহে হাসি ফোটাবে নরেন্দ্র মোদি-অমিত শাহদের মুখে ৷ যে রিপোর্টে মোটা হরফে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে আর্থিক দিক থেকে বিশ্বে দ্রুত উন্নয়নশীল দেশ ভারত ৷ চিনের সঙ্গে টক্কর দিয়ে এই উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন মোদি-নির্মলা সীতারমনরা ৷

বিতর্কটা শুরু হয়েছিল সপ্তাহ খানেক আগে ৷ যখন এক রিপোর্টে ভারতের আর্থিক সমৃদ্ধির মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করা হয়েছিল ৷ পাশাপাশি চূড়ান্ত দারিদ্রতা, বেকারত্ব দেশকে আষ্টেপিষ্টে বাঁধতে চলেছে বলেও অর্থনীতিবিদরা সতর্ক করেছিলেন ৷ যখন নোটবাতিল করে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই অর্মত্য সেন, বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের সমালোচনার তির ছুটে এসেছিল তাঁর দিকে ৷ সন্দেহ নেই আজ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের রিপোর্ট দেশের অর্থনীতির এক অন্য দিককে তুলে ধরল ৷

কী রয়েছে রিপোর্টে :

সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে 2020 অর্থবর্ষের মধ্যে উন্নয়নের হার 7.3 শতাংশকে স্পর্শ করবে ৷ এ বছর জুলাই থেকে এপ্রিল মাসে উন্নয়নের গতি তীব্র হারে বাড়বে বলে উল্লেখ করা হয়েছে ৷ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয়েছে, এবছর যেখানে 3 শতাংশ হারে উন্নয়নের গতি ছিল আগামী বছর তা বেশ কিছুটা বাড়বে ৷

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ষান্মাসিকে অর্থনীতির পাশাপাশি স্বাস্থ্য এবং নন-ব্যাঙ্কিং সেক্টরগুলিও লাভের মুখ দেখবে ৷ একইসঙ্গে দাবি করা হয়েছে, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রেও বিপুল সাফল্যের সম্ভাবনা রয়েছে এই সময় ৷

ভারতে যেখানে বিপুল সম্ভাবনা দেখা গেছে, সেখানে চিনের দৃশ্য অনেকটাই আলাদা ৷ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রকাশিত নিবন্ধে দাবি করা হয়েছে, আগামী বছর বিপুল হারে কমতে চলেছে চিনের আর্থিক উন্নয়নের গতি ৷ হিসেবটা 5.8 শতাংশের কাছাকাছি থাকবে ৷

Last Updated : Oct 16, 2019, 3:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details