নিউইয়র্ক, 15 অক্টোবর : নোট বাতিলের কট্টর সমালোচক ছিলেন তিনি ৷ নোবেলজয়ের পর সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন ভারতের অর্থিক গতিপ্রকৃতি নিয়ে ৷ কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সমীক্ষা রিপোর্ট নিঃসন্দেহে হাসি ফোটাবে নরেন্দ্র মোদি-অমিত শাহদের মুখে ৷ যে রিপোর্টে মোটা হরফে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে আর্থিক দিক থেকে বিশ্বে দ্রুত উন্নয়নশীল দেশ ভারত ৷ চিনের সঙ্গে টক্কর দিয়ে এই উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন মোদি-নির্মলা সীতারমনরা ৷
বিতর্কটা শুরু হয়েছিল সপ্তাহ খানেক আগে ৷ যখন এক রিপোর্টে ভারতের আর্থিক সমৃদ্ধির মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করা হয়েছিল ৷ পাশাপাশি চূড়ান্ত দারিদ্রতা, বেকারত্ব দেশকে আষ্টেপিষ্টে বাঁধতে চলেছে বলেও অর্থনীতিবিদরা সতর্ক করেছিলেন ৷ যখন নোটবাতিল করে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই অর্মত্য সেন, বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের সমালোচনার তির ছুটে এসেছিল তাঁর দিকে ৷ সন্দেহ নেই আজ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের রিপোর্ট দেশের অর্থনীতির এক অন্য দিককে তুলে ধরল ৷
কী রয়েছে রিপোর্টে :