পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজও বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 21 হাজার 821 জন । মৃত্যু হয়েছে 299 জনের ।

By

Published : Dec 31, 2020, 11:27 AM IST

Updated : Dec 31, 2020, 11:45 AM IST

COVID-19
COVID-19

দিল্লি, 31 ডিসেম্বর : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 21 হাজার 821 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 26 লাখ 6 হাজার 674 । গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 20 হাজার 550 জন । গতকালও তার আগের দিনের তুলনায় বেড়েছিল কোরোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ।

আরও পড়ুন : দেশে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 299 জনের মৃত্যু হয়েছে । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 48 হাজার 738 জনের । গতকাল মৃত্যু হয়েছিল 286 জনের ।

গত 24 ঘণ্টায় 26 হাজার 139 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 98 লাখ 60 হাজার 280 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 57 হাজার 656 ।

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 19 লাখ 28 হাজার 603 জন । সুস্থ হয়ে উঠেছে 18 লাখ 24 হাজার 934 জন । এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত হয়েছে 9 লাখ 18 হাজার 544 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 94 হাজার 834 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 81 হাজার 948 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 71 হাজার 588 জন ।

আরও পড়ুন : কলকাতায় মিলল কোরোনার নতুন স্ট্রেন, সংক্রমিত যুবক ভরতি মেডিকেল কলেজে

Last Updated : Dec 31, 2020, 11:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details