দিল্লি, 20 এপ্রিল : কোরোনা পরিস্থিতির জন্য ভারতে মুসলিম সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তাঁর সেই অভিযোগকে "অবাস্তব" বলল ভারত । একইসঙ্গে ভারতের তরফে দাবি করা হয়েছে, "অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের টালামাটাল পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এই ধরনের মন্তব্য করছেন সেখানকার নেতৃত্ব ।"
"অবাস্তব মন্তব্য", ইমরান খানের অভিযোগ ওড়াল ভারতীয় বিদেশমন্ত্রক - মুসলিম সম্প্রদায় নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ ইমরানের
ইমরান খানের অভিযোগকে অবাস্তব বলল ভারত । অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের টালামাটাল পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এই মন্তব্য বলে পালটা দাবি ভারতের ।
ইমরান খান একটি টুইটে মুসলিম সম্প্রদায়কে নিশানা করা হচ্ছ বলে ভারতের দিকে আঙুল তোলেন । তারই আজ উত্তর দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব । তিনি বলেন, "এটি একটি অবাস্তব মন্তব্য । পাকিস্তান কোরোনা সংক্রমণ রোধে নজর না দিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে ।"
ইমরানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে পাকিস্তানের দিকেই পালটা আঙুল তোলেন অনুরাগ । বলেন, "পাকিস্তানকে তাদের ক্রমশ হ্রাস পাওয়া সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হচ্ছে, এরা বাস্তবে বৈষম্যের শিকার হচ্ছে । "