দিল্লি, 29 সেপ্টেম্বর : প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে লাদাখের বেশ কিছু এলাকা নিজেদের এলাকা বলে দাবি করেছে চিন । এবার চিনের এই দাবি সমূলে নস্যাৎ করে দিল ভারত । দিল্লির থেকে বলা হয়, চিন 1959 সাল থেকে যে দাবি করে এসেছে, তা পুরোপুরি একতরফা । বিদেশমন্ত্রক আজ জানিয়েছে, উভয় দেশ "একটি সাধারণ সমঝোতায় পৌঁছানোর জন্য LAC-র স্পষ্টতা এবং নিশ্চয়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ" । কিন্তু চিনের একতরফাভাবে LAC নিয়ে দাবি করছে তা দ্বিপাক্ষিক সমঝোতার বিরোধী ।
বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার বিষয়ে ভারতের অবস্থান বরাবর একই আছে এবং চিন তা ভালোভাবেই জানে ।