পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

10 দিনে 1 লাখ ! দেশে আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়াল - কোভিড-19

10 দিনে নতুন করে এক লাখ মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই নিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়িয়ে গেল ৷

10 দিনে এক লাখ ! দেশে আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়াল
10 দিনে এক লাখ ! দেশে আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়াল

By

Published : Jun 13, 2020, 7:49 AM IST

Updated : Jun 13, 2020, 8:08 AM IST

দিল্লি, 13 জুন: দেশে ব্যাপক হারে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 10 দিনে এক লাখ মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 3 লাখ ৷ যদিও আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে নতুন তথ্য এখনও দেওয়া হয়নি ৷ গতকাল স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 97 হাজার ৷

গত 30 জানুয়ারি কেরালায় প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় ৷ 100 দিনের মধ্যে সংখ্যাটা এক লাখে পৌঁছায় ৷ 2 জুন পর্যন্ত সংখ্যাটা ছিল 2 লাখ ৷ আনলক শুরু হতেই আক্রান্তের সংখ্যা বেড়েছে ঝড়ের গতিতে ৷ 10 দিনের মধ্যে নতুন করে এক লাখ কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ সব মিলিয়ে সংখ্যাটা 3 লাখ ছাড়িয়ে গেছে ৷

এর মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে খারাপ ৷ একদিনে 3,493টি নতুন পজ়িটিভ কেস সামনে এসেছে ৷ মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 01 হাজার 141 ৷ মৃতের সংখ্যা 3,717 ৷ এরপর রয়েছে তামিলনাড়ু ৷ সেখানে একদিনে 1,982 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ মোট সংখ্যা 40 হাজার ছাড়িয়েছে ৷

পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা 10 হাজার অতিক্রম করেছে ৷ একদিনে সর্বোচ্চ 497টি পজ়িটিভ কেস সামনে এসেছে ৷ মৃতের সংখ্যা 451 ৷

Last Updated : Jun 13, 2020, 8:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details