দিল্লি, 13 জুন: দেশে ব্যাপক হারে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 10 দিনে এক লাখ মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 3 লাখ ৷ যদিও আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে নতুন তথ্য এখনও দেওয়া হয়নি ৷ গতকাল স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 97 হাজার ৷
গত 30 জানুয়ারি কেরালায় প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় ৷ 100 দিনের মধ্যে সংখ্যাটা এক লাখে পৌঁছায় ৷ 2 জুন পর্যন্ত সংখ্যাটা ছিল 2 লাখ ৷ আনলক শুরু হতেই আক্রান্তের সংখ্যা বেড়েছে ঝড়ের গতিতে ৷ 10 দিনের মধ্যে নতুন করে এক লাখ কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ সব মিলিয়ে সংখ্যাটা 3 লাখ ছাড়িয়ে গেছে ৷