দিল্লি, 21 ডিসেম্বর : একদিনে কোরোনা আক্রান্ত হল প্রায় সাড়ে 24 হাজার । যা গতকালের তুলনায় কিছুটা কম । রবিবার কোরোনায় আক্রান্ত হয়েছিল 26 হাজার 624 জন । কয়েক সপ্তাহ ধরেই 20 থেকে 30 হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে দৈনিক আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 24 হাজার 337 জন । মৃত্যু হয়েছে 333 জনের । দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1 কোটি 55 হাজার 560 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 45 হাজার 810 জনের ।
গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 25 হাজার 709 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 96 লাখ 6 হাজার 111 জন । এপর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 3 হাজার 639 জন ।