দিল্লি , 27 ডিসেম্বর : দেশে বাড়ল দৈনিক সংক্রমণ । ছয়মাসের মধ্যে গতকাল আক্রান্তের সংখ্যা সবথেকে কম ছিল । সেই তুলনায় ফের বাড়ল সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 20 হাজার 21 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 279 জনের । গতকাল আক্রান্তের সংখ্যাটা ছিল 18 হাজার 732 জন ৷
স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 2 লাখ 7 হাজার 871 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 47 হাজার 901 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 21 হাজার 131 জন ৷ সব মিলে দেশে এপর্যন্ত সুস্থ হয়েছে 97 লাখ 82 হাজার 669 ৷ অন্যদিকে, বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 77 হাজার 301 জন ৷