পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দৈনিক আক্রান্ত 18 হাজারের বেশি,  মৃত 228 - Covid cases in India

দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 31 হাজার 639 । অন্যদিকে, মৃত্যু হয়েছে 1 লাখ 50 হাজার 798 জনের ।

Coronavirus
ছবিটি প্রতীকী

By

Published : Jan 9, 2021, 10:34 AM IST

Updated : Jan 9, 2021, 11:06 AM IST

দিল্লি, 9 জানুয়ারি : দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 16 থেকে 20 হাজারের আশপাশে ঘোরাফেরা করছে । দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 18 হাজার 222 । একদিনে মৃত্যু হয়েছে 228 জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 31 হাজার 639 । অন্যদিকে, মৃত্যু হয়েছে 1 লাখ 50 হাজার 798 জনের । দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছে 19 হাজার 253 জন । মোট সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 56 হাজার 651 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 24 হাজার 190 ।

আরও পড়ুন, শুক্রবার রাজ্যে এল না ভ্যাকসিন, কবে আসবে জানে না স্বাস্থ্য দপ্তর

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । এখানে মোট সংক্রমিত হয়েছে 19 লাখ 61 হাজার 975 জন । সুস্থ হয়ে উঠেছে 18 লাখ 58 হাজার 999 জন । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 9 লাখ 25 হাজার 868 জন । অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 84 হাজার 490 জন ।

Last Updated : Jan 9, 2021, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details