দিল্লি, 9 জানুয়ারি : দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 16 থেকে 20 হাজারের আশপাশে ঘোরাফেরা করছে । দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 18 হাজার 222 । একদিনে মৃত্যু হয়েছে 228 জনের ।
স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 31 হাজার 639 । অন্যদিকে, মৃত্যু হয়েছে 1 লাখ 50 হাজার 798 জনের । দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছে 19 হাজার 253 জন । মোট সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 56 হাজার 651 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 24 হাজার 190 ।